বৃষ্টির অপেক্ষায়...

লিখেছেন লিখেছেন আকাশদেখি ০৪ জানুয়ারি, ২০১৪, ০৭:২৬:৫৩ সন্ধ্যা



নিঃশব্দ এই রাতের আঁধারে,

অনেক খোঁজে অবশেষে পাই নিজেকে।

মাঝে মাঝে হারিয়ে হারিয়ে যাই

ঐ দূর দিগন্তের নীলিমায়,

নক্ষত্রের দেশে...

কত সহস্র নক্ষত্র ঐ গগনে

কিন্তু সবাই একা!

জনারন্যের মাঝে যেমন আমি।

এই একাকিত্ব সপ্ন দেখায়...

অনেক আকাশ-কুসুম ভাবায়।

হঠাৎ হঠাৎ কামিনীর ঘ্রান

বাস্তবে ফিরিয়ে আনে।

ভেঙ্গে যায়

নিঃশব্দে বসে আঁকা সপ্নগুলো।

মাকড়সার জালের মত করে

জড়িয়ে আছে শত শতাব্দীর ভালবাসা,

সাথে কিছু ভয়, আর কিছু সপ্ন।

যেদিন তোমার ভাললাগার বৃষ্টি নামবে,

ঐদিন অব্যক্ত সপ্নগুলো

তোমায় বলব।

জানো, আজ না তোমার ভালোলাগার বৃষ্টি নামছে,

কিন্তু তুমি....।

বিষয়: বিবিধ

১৩৪৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159150
০৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:১৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : শীতে মরতেছি আবার বৃষ্টির অপেক্ষা At Wits' End At Wits' End

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File