এবং প্রেম
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ২৪ ডিসেম্বর, ২০১৩, ০৭:৪৫:৩৭ সন্ধ্যা
সুন্দরী মেয়ে দেখলে কার না ভালো লাগে । যাদের ভালো লাগে তাদের মাঝে যারা একটু সাহসী তারা তাদের ভালোবাসা জানায় । আর ভীরুরা বলতেই পারে না আর মেয়েটাও জানে না আর কতজন তাকে ভালবাসছে ।
তাই সাহসী ছেলেদের মাঝে একজনকে বেছে নেয় । আবার যারা একটু সাহসী তাদের একটা বড় অংশ কাজ কর্মে বড়ই দুর্বল । তাই বাস্তব জীবনে যখন দায়িত্ব এসে যায় তখন এদের ভালোবাসা উড়ে যায় । কিন্তু আজ সমাজের বাধন দুর্বল বলে ছেলে মেয়ে একে অপরের সাথে সহজেই মিশে যায় । আর এই মেশা তাকে দৈহিক সম্পর্কের দিকে ডেকে নেয় । ফ্রী দেহের স্বাদ পেয়ে ছেলেগুলো আর দায়িত্ব নিতে চায় না ।
শুনুন মেয়েরা কখনোই প্রেমের আশেপাশে যাবেন না । যদি কাউকে ভালো লাগে তবে ভালো করে খোজ নিয়ে তাকে বলুন পারিবারিক ভাবে প্রস্তাব দিতে । আপনার পরিবারকেও ভালো ভাবে খোজ নিতে বলুন । তারপর উপযুক্ত দেন মোহর নিয়ে বিয়ে করে নিজেকে সপে দিন । নইলে নিজের জীবন নিজেই নষ্ট করবেন ।
জানবেন ফুলে মধু থাকলে ভ্রমরের অভাব হয় না । আপনার চেহারা খানি একটু খারাপ হোক কয়জন ভালোবাসে তখন দেখা যাবে ।
বিষয়: বিবিধ
১০৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন