আবার তোরা মানুষ হ !
লিখেছেন লিখেছেন জেরিন সরকার ২৪ ডিসেম্বর, ২০১৩, ০৭:৫১:৩৬ সন্ধ্যা
আমি বুঝিনা আওয়ামীলীগ ও তার সংগে থাকা জনবিচ্ছিন্ন বাম দলগুলোর নেতারা কি ভাত খায় নাকি ঘাস খায়, নাকি শুধু মদ-গাঞ্জার উপরেই থাকে! কিছু হলেই যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই এই কাজ। কেউ মিছিল করলে মিটিং করলে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য, কেউ বক্তব্য দিলে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য, কেউ জোরে কাশি দিলে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। অবস্থা এমন যে, কেউ জোরে শব্দ করে পায়ুপথে বায়ু নির্গত করলেও ঐ যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য!
মদ-গাঞ্জা সেবন করতে করতে মেমোরী এমন নষ্ট হয়েছে যে, গনতন্ত্র আর যুদ্ধাপরাধী শব্দ দুটির পার্থক্যও বোঝার মতো হুঁশ অবশিষ্ট নেই। কর্মসুচি ঘোষিত হলো "মার্চ ফর ডেমোক্রেসি", আর গাঞ্জাসেবীরা বলে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য কর্মসুচী।
হায়রে আওয়ামীলীগ, হায়রে গাঞ্জাসেবী জনগোষ্ঠি! ওরে আবার তোরা মানুষ হ !
বিষয়: বিবিধ
১০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন