চাচা ও রসু

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ২১ ডিসেম্বর, ২০১৩, ০৯:০৬:০৪ রাত

চাচা: রসু তুমি আমার প্রথম প্রেম.(মনে মনে: আরো প্রেম অবশ্য আছে, প্রথম কিনা সেইটা তো মনে নাই) ঐখানে যাই ও না

রসু: তুমি যে কি এইটা তো আমি জানি (এইজন্যই ঐখানে প্রতিদিন যাই)

চাচা: ছোট বউ চলে গেছে তো, মনটা কেমন কেমন করে, তুমি তো বুড়া হইয়া গেছ, আমি কিন্তু এখনো টগবগে

রসু: তোমার রোগটা ধরতে পারছি

চাচা: কি

রসু: অনেক দিন নতুন কারো সাথে ইটিস পিটিস করতে পারো নাই তো, মাথা গরম হইয়া গেছে, এইজন্যই তো মাঝে মাঝে এইটা বলো, ঐটা বলো, কোনটা ঠিক তুমি নিজেই জানো না

এইজন্যই তো বাসা থেকে বাইর কইরা হাসপাতালে নিয়া গেছি

চাচা: তাই নাকি

রসু: হের লাইগাই তো তোমার কোনো কথাই পাত্তা দেই না . তবে তোমার আসল চিকিত্সা এখনো হয় নাই ? আসল চিকিত্সা হইলো আরেকটা বউ লাগবো

চাচা: তুমি গ্রেট, বড় বউ তুমি গ্রেট, এর লাইগা তোমারে ছাড়ই নাই কখনো

বিষয়: বিবিধ

১১১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File