সত্য ঘটনা অবলম্বনে ( উত্সর্গ)

লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ২১ ডিসেম্বর, ২০১৩, ০৯:০৫:৪২ রাত

আকাশে চাদ উঠেছে। চাদের আলো পৃথিবীকে গ্রাস করেছে। আর তখন মন্মযুরি গ্রামে আবির ভাবছে চাদ কাদছে। সেই কান্নায় ভিজে যাচ্ছে সাতক্ষীরা সহ বহু জেলা।

চাদের কান্নায় আরেকজনের কান্না মিশে যাচ্ছে। সে অপরূপার কান্না যার প্রানপ্রিয় ভাইটি চলে গিয়েছে অন্যভুবনে। স্বৈরাচারের বিরুদ্ধে দাড়ানো ভাইটি কি চাদের অশ্রুধারার মাঝেও ফিসফিস করে বলছে 'কাদিস না রে আপা'।

কাদছে পদ্মার পাড়ের সে মমতাময়ী যার মুক্তিযোদ্ধা পিতা ২০১৩ এ শাসকের কারাগারে অন্তরীণ।

কাদছে নীলফামারীর মহসিন স্রষ্টার তরে নামাজের সেজদায়।

আহারে, জোসনার আলোয় আমার প্রিয় মানুষদের এরকম কান্না আমার সয় না।

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File