ছোট মামু

লিখেছেন লিখেছেন সালাহ ২৩ জানুয়ারি, ২০১৪, ০১:০১:৪৪ দুপুর



তুই হলি মাসুম ,

তুই দুষ্ট ।

তোর লাগি আমার ,

ঘুম নষ্ট ।

তুই হলি ভাগিনা ,

তুই মামা ।

তোর লাগি দোলনা -

নয়া জামা ।

খেলনা বিমান আর -

রেল গাড়ি ।

হাসনা হেনার ঝার ,

দেব কাড়ি ।

মুয়াজ মায়াজ আর -

আলীর গল্প ।

শোনাব তোমায় তার -

বাহার অল্প ।

কুরয়ান হাদীস আর -

নামাজ রোজা ।

সুমহান আদেশ তার-

সমাজ সোজা ।

দেশকে গড়ার আগে -

নিজকে গড় ।

পথকে জানার আগে -

মতকে জান ।

বিষয়: বিবিধ

১১৬৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166269
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৫
সিটিজি৪বিডি লিখেছেন :
166278
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২২
সালাহ লিখেছেন : শুভেচ্ছা জানবেন ।@ সিটিজি৪বিডি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File