বোকা যারা
লিখেছেন লিখেছেন সালাহ ২১ জানুয়ারি, ২০১৪, ০১:১৯:২৬ দুপুর
উহারা কাঁদা ছুড়ে
আমরা দেই ফুল ।
একদিন উহারা বুঝে যাবে ,
তাহাদের ভাবনা ছিল ভুল ।
উহারা ডাকি তামাশা করে -
আমাদের তরে ।
আমরা নাকি অদৃশ্যে ডুবে -
বিশ্বাসের পরে ।
উহারা বলে কে দেখেছে ,
জাহান্নাম আর জান্নাত ।
আমরা বলি , হে তবেরে -
মিলিবেই তার সাক্ষাত ।
উহারা বলে আমরা -
বোকা , মূর্খের দল ।
আমরা বলি , তোমরা
খোকা - জ্ঞানের ঢল ।
সেদিন হাসিব আমরা ,
যেদিন কাদিবে তোমরা ।
কেঁদে বলবে মালিক হায় ,
ফিরে - আবার জীবন দাও ।
লাভ হইবেনা আর ,
প্রেয়সী যখন বুঝিবে ।
মোরা প্রশ্রবনে আর ,
তোমরা জ্বলিবে অনলে ।
বিষয়: বিবিধ
৮৭৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন