বোকা যারা

লিখেছেন লিখেছেন সালাহ ২১ জানুয়ারি, ২০১৪, ০১:১৯:২৬ দুপুর

উহারা কাঁদা ছুড়ে

আমরা দেই ফুল ।

একদিন উহারা বুঝে যাবে ,

তাহাদের ভাবনা ছিল ভুল ।

উহারা ডাকি তামাশা করে -

আমাদের তরে ।

আমরা নাকি অদৃশ্যে ডুবে -

বিশ্বাসের পরে ।

উহারা বলে কে দেখেছে ,

জাহান্নাম আর জান্নাত ।

আমরা বলি , হে তবেরে -

মিলিবেই তার সাক্ষাত ।

উহারা বলে আমরা -

বোকা , মূর্খের দল ।

আমরা বলি , তোমরা

খোকা - জ্ঞানের ঢল ।

সেদিন হাসিব আমরা ,

যেদিন কাদিবে তোমরা ।

কেঁদে বলবে মালিক হায় ,

ফিরে - আবার জীবন দাও ।

লাভ হইবেনা আর ,

প্রেয়সী যখন বুঝিবে ।

মোরা প্রশ্রবনে আর ,

তোমরা জ্বলিবে অনলে ।

বিষয়: বিবিধ

৮৭৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165319
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:২৬
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো
165321
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:২৮
সালাহ লিখেছেন : আলহামদুলিল্লাহ । আপনার অনুভূতি প্রেরনা হয়ে থাকলো । শুভেচ্ছা রইল আপনার জন্য ।@ সিটিজি৪বিডি
165425
২১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৮
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Roseভালো হয়েছে Happy
165731
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৫
সালাহ লিখেছেন : আলহামদুলিল্লাহ । আপনার অনুভূতি প্রেরনা হয়ে থাকলো । সর্বোপরি শুভেচ্ছা জানবেন ।@ আলোকিত ভোর

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File