দেবযানীর তরে......।
লিখেছেন লিখেছেন সালাহ ১২ জানুয়ারি, ২০১৪, ১২:৪৯:০৮ দুপুর
						 
						 দেবযানী তুই আমার সাথে ,
যাবি কিনা বল ।
তোর লাগি ঝরছে আমার  -
দুই চোখের জল ।
তোরে আনতে কিনব আমি ,
তিন চাকার গাড়ি ।
পরার  লাইগা আনব আমি ,
বেনারসি শাড়ী ।
খাইতে দেব পান সুপারী ,
নতুন চালের মুড়ি  ।
মধুর মধুর গান শোনাবো - 
সাথে বাংলার ঢোল ।
ভাত খাওয়ার বাটি দেব -
ইলিশ মাছের ঝোল ।
মেঘনার তীরে ঘর বাধব ,
থাকব মহা সুখে ।
আদর করে মন ভরাবো ,
রাখব আমার বুকে ।
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
৮৫০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন