অপেক্ষায় ছিলাম
লিখেছেন লিখেছেন সালাহ ০৬ জানুয়ারি, ২০১৪, ০১:১২:২৩ দুপুর
আমি এমনিতেই একটু সরল টাইপের । তয় গত নির্বাচনের পর কইছিলাম , এইডা কোন নির্বাচন না । এইডারে কয় পুতুল খেলা । কিন্তু সবাই আমার বিরোধীতা করে বলেছে - তুমি বাচ্চা মানুষ । তুমি কিচ্ছু বুঝ না । আমি তখন ভড়কে যেতাম - আমি কি সারা জীবন তাইলে বাচ্চাই থেকে যাব । তবে মখা নামটা না জানাতে - এটা আমার উপর প্রয়োগ করতে পারতামনা । সবাই বলত , বি এন পি সরকারের মন্ত্রী এম পিদের স্বেচ্ছাচারিতার কারনে জনগন তাদের প্রত্যাখ্যান করেছে । আমি যতই বলতাম , ২৮ অক্টোবরের স্লো মোশনে ভালবাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লগি - বৈঠা দিয়ে খুচিয়ে খুচিয়ে মানুষ মেরে লাশের উপর ব্রাজিলীয়ান সাম্বা নাচ দেখার পর কোন বিবেকবান আওয়ামীলীগকে ভোট দিতে পারে না ।
আমি অপেক্ষায় ছিলাম , সবার সেই বিবেচনাসূলভ মতের জবাব দেওয়ার জন্য । অবশেষে ৫ বছর পর , কাজী রকিব উদ্দিন সাহেব আমার কলিজার ব্যথা অনুভব করে একটা প্যারাসিটামল ট্যাবলেট হাতে ধরিয়ে দিলেন , আর বললেন এইবার জবাব দাও আর মখা হইয়া যাও ।আমাকে যারা বাচ্চা ছেলে বলে দূরে ঠেলিয়া দিতো ,তারা এখন কি তত্ত্ব উপস্থাপন করবে আমার মখা মার্কা নলেজে তা আসে না । তবে সকাল থেকে দেখলাম কোন ভোটার নাই । চার ঘন্টায় এক ভোট । পরে দেখলাম মতিয়া আপার এক লাখের উপর । বঙ্গনন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজানো মতিয়া আপার উপর কি তাইলে আসমান থেকে রহমতের বৃষ্টি আইল ...
টুকু সম্পর্কে কিছু বলার ইচ্ছা কোন কালে ছিলনা , আর এখনও নেই । কারন যাকে দেখতে চোরের মত লাগে , সে চুরি করবেনাতো চুরি কি দরবেশ বাবা করবো ।অবশ্য দরবেশ বাবাও কিন্তু শেয়ার বাজারে আমার মত কোটি বিনিয়োগ কারীর পকেট শূন্য করেছে । তবে এখন সে দিকে যাওয়ার ইচ্ছা নেই ।
কাজী রকিব সাহেবকে এজন্যই ধন্যবাদ দেয়া অবশ্য কর্তব্য বলে মনে হয় । দীর্ঘ পাঁচ বছর পর হলেও কাজী রকিব সাহেব , গত নির্বাচনের একটা সঠিক উত্তর দিয়েছেন ।আর আমার মখা মার্কা ব্রেইনটাকে একটু শান্তিতে ঘুমানোর সুযোগ করে দিলেন । এখন জাতি একটা বিষয়ে ক্লিয়ার হতে বাধ্য হবেন - এই নির্বাচনের মত গত নির্বাচনও ছিল স্রেফ একটা ভন্ডামি ও মিথ্যাচার মাত্র । তাই এখন যত তাড়াতাড়ি এই ভন্ডামির পরিসমাপ্তি ঘটানো যায় জাতির জন্য ততই কল্যান হবে । কারন মিথ্যার বেশাতি নিয়ে আর যাই হোক , স্বাধীন কোন জাতি বেশি দূর এগোতে পারে না ।
বিষয়: রাজনীতি
৭৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন