Best Muslim and some thinking
লিখেছেন লিখেছেন সালাহ ১৭ ডিসেম্বর, ২০১৩, ১১:৫৮:১০ রাত
আবু সাঈদ খুদুরী রাঃ থেকে বর্ণিত , রাসুলুল্লাহ সঃ বলেছেন , তোমাদের মধ্যে যদি কেউ কোন অপছন্দনীয় কাজ দেখে , সে যেন উহাকে হাত দ্বারা প্রতিহত করে , আর যদি সে হাত দ্বারা প্রতিহত করতে সক্ষম না হয় তবে সে যেন তার জিহবা অর্থাৎ তার মুখের দ্বারা প্রতিহত করে , আর এতেও যদি অপারগ হয় তবে সে যেন ঐ অপছন্দনীয় কাজটিকে অন্তর দ্বারা ঘৃণা করে । আর ইহা হল ঈমানের সর্বনিম্ন স্তর । এই হাদীসখানি ইমাম মুসলিম রঃ তাঁর হাদীস গ্রন্থে লিপিবদ্ধ করেছেন ।
এখন যদি আপনারা দেশের দিকে লক্ষ করেন , তাহলে দেখবেন যে , হরতাল , অবরোধ ও জ্বালাও - পোড়াও সহ সকল কর্মকাণ্ড অপছন্দনীয় কাজ । আর এটা ইসলাম সমর্থন করে না । সুতরাং এখানে যে ইসলামী দলগুলো এর সাথে জড়িত তারা অপছন্দনীয় কাজ প্রতিহত করার বদলে নিয়মিত চর্চা করে যাচ্ছে ।তাই এসকল অপছন্দনীয় কাজের জন্য দায়ী হিসেবে , কেউ কেউ বর্তমান ইসলামী দলগুলোকে ইসলাম থেকে খারিজ করে দিয়েছেন ।
একটা মূলনীতি হল , আপনার হাতে যদি একটা অস্ত্র থাকে , আর আপনি যদি সেই অস্ত্র দিয়ে কাউকে হত্যা করেন , তাহলে দোষ - অস্ত্রের হবে না । দোষ হবে আপনার । হত্যাকান্ডের জন্য অস্ত্রকে বিচারের মুখোমুখি করা হবে না । বরং আপনাকেই বিচারের মুখোমুখি হতে হবে । তদুপরি রাষ্ট্রীয় মূলনীতি হল , সকল ক্ষমতা বন্দুকের নিচে । সেই হিসেবে এখন দেশে চলমান সকল অন্যায় ও অপছন্দনীয় কাজের জন্য দায়ী সরকার ; বিরোধী দল বা ইসলামী দলগুলো নয় ।
তাই এখন হাদীসের ভাষ্য অনুযায়ী আপনারা যদি আল্লাহর সামনে নিজেদের নাম্বার ওয়ান মুসলমান হিসেবে পরিচিত করাতে চান , তাহলে বর্তমানের ঘটনার জন্য যে সকল মুরতাদ ও ইসলাম বিদ্রোহী দায়ী তাদেরকে যে কোন শক্তি প্রয়োগে চলমান অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখা আপনাদের কর্তব্য ।আর তাই আপনাদের সেই ভাল মানের মুসলিম হওয়ার প্রক্রিয়াটুকু দেখার জন্য চিন্তিত মনে বসে আছে মা - বাবার আদর ও ভাই - বোনের ভালবাসা বঞ্ছিত এক প্রবাসী ......
বিষয়: রাজনীতি
১০০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন