দীর্ঘ দিনের অপকর্মের ফল এখন পাওয়া শুরু হয়েছে।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২০ এপ্রিল, ২০১৪, ০৬:১৭:৩৫ সন্ধ্যা

র্যাব পরিচয়ে বা সাদা পোষাক ধারী বা পুলিশের বা গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে এ যাবত যে সব লোক ধরে নিয়ে দিয়ে গুম করা হয়েছে এর সাথে হাম্বালীদের বা ছাত্রলীগের বা যুবলীগের বা পুলিশলীগের লোকেরাই জড়িত বলে ধারনা করা যেতে পারে এবং তার প্রমাণও মিলেছে ।

লক্ষ্মীপুরে র‌্যাব পরিচয়ে কে এম মাহফুজ (৪৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করা হয়েছে। এ সময় সোহরত হোসেন সিহাব (৩০) নামে ছাত্রলীগের এক সাবেক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে ৬/৭ জন দুর্বৃত্ত ব্যবসায়ী মাহফুজকে মারধর করে মোটরসাইকেলে তোলার চেষ্টা করে। এ সময় তিনি চিত্কার করলে আশ-পাশের লোকজন এগিয়ে এসে সিহাবকে ধরে গণপিটুনি দেয়। অন্যরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

Click this link

বিষয়: বিবিধ

১১৪৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210779
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ভালো খবর বটে।
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৮
159589
আমি মুসাফির লিখেছেন : এমনই খবর এখন অহরহ শুনা যাবে কারণ তাদের পাপ পরিপুর্ণতা পাচ্ছে ।
ধন্যবাদ
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৮
159720
আমি মুসাফির লিখেছেন : অবশ্যই ভাল খবর পাপেে প্রায়শ্চিত্য তো করতেই হবে।
210840
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৯
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : শুরু হইছে তাহলে। কথায় আছে না মাইরের উপ্রে ওষুধ নাই।
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৯
159721
আমি মুসাফির লিখেছেন : এমন ওষুধ দিতে পারলেই এরা সোজা হবে।
210898
২০ এপ্রিল ২০১৪ রাত ১০:০০
মাটিরলাঠি লিখেছেন : ভালো প্রমান মিলেছে।
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪০
159722
আমি মুসাফির লিখেছেন : হাম্বালীগের কেহ লিঙ্গ হারাচ্ছে কেহ মাথা হারাচ্ছে আবার কেহ হাতেনাতে ধরা পড়ছে তাদের পাপের বোঝা মনে হয় ভারী হয়ে গিয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File