দ্রুত মেদের চর্বি কাটাতে লেবু ও মধু'র অবিশ্বাস্য সাফল্য Thumbs Up

লিখেছেন লিখেছেন মেঘ ভাঙা রোদ ২০ এপ্রিল, ২০১৪, ০৭:০২:৩৭ সন্ধ্যা



খাদ্যাভ্যাসের নানামুখি অনিয়মের ফলে আমাদের শরীরে বিশেষ করে নাভির আশেপাশে চর্বি জমে সেটা পুরত্ব লাভ করে। আস্তে আস্তে বৃদ্ধিলাভ করে বলে সহসাই আমরা সেটা টের পাই না। কয়েক মাস বা বছর পেরিয়ে গেলে আমরা দেখতে পাই পেটে চর্বি জমেছে। পেটের চর্বি (মেদ) একটি মানুষের অবয়ব যেমন নষ্ট করে তেমনি সেটা স্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকিস্বরূপ। তাই এটাকে বেশিদিন জিইয়ে রাখলে নানামুখি অসুখ বিসুখে পড়তে হয়।

খুব দ্রুত এই মেদের চর্বি কাটাতে আপনাকে বেশী বেগ পেতে হবে না। হাতের কাছে সামান্য দুটা উপাদান থাকলেই আপনি সপ্তাহ অন্তেই টের পাবেন যে কি অবিশ্বাস্য গতিতে আপনি হয়ে উঠছেন মেদহীন এক স্লীম পুরুষ বা নারীতে।

উপকরণ

একটি মাঝারি মানের লেবু ও তিন/চার চা চামচ খাঁটি মধু

মিশ্রণ পদ্ধতি

প্রথমে ওয়াটার হিটার বা চুলায় এক কাপ পরিমাণ পানি কুসুমের থেকে একটু বেশী গরম করুন। তারপর সেই পানিতে লেবুটি চিরে তার রস মেশান। সম্পূর্ণ রস গরম পানিতে যাওয়ার পর সেই পানিতে ৩/৪ চা চামচ মধু মিশিয়ে হালকা নাড়া দিয়ে গরম গরম পান করুন। ব্যাস কাজ শেষ। এভাবে ১ সপ্তাহ খেয়ে দেখুন আপনার রক্তে চর্বির পরিমাণ কি অবিশ্বাস্য গতিতে কমতে শুরু করেছে। আপনি নিজেই টের পাবেন আপনার শরীর কতটা ফুরফুরে লাগছে এবং সারাক্ষণ কাজ করলেও মনে ও প্রাণে পাবেন সতেজতা।

বি: দ্র: গরম পানিতে লেবুর রস মেশাবেন, ভুলেও লেবুর রসসহ পানি গরম করতে যাবেন না। তাহলে মেদ তো কমবেই না বরং দিন দিন বাড়বে।

উৎস

বিষয়: বিবিধ

৩২১২ বার পঠিত, ৪৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210778
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
159217
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। বিশ্বাস না হলে টেস্ট করে দেখতে পারেন।
210780
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
প্রবাসী আশরাফ লিখেছেন : বাহ কি চমৎকার এইমাত্র মধু+লেবুর রস+পদিনাপাতার মিশ্রন গরম গরম পান করছি। ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য... Rose
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
159219
মেঘ ভাঙা রোদ লিখেছেন : তাই নাকি? সুন্দর সুন্দর। আমি রোজ সকালে বেয়াম থেকে এসে পান করি।
210781
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : কাজ হবে তো। নইলে কিন্তু টেকা ফেরত দিতে হইবে। Winking
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
159220
মেঘ ভাঙা রোদ লিখেছেন : কাজ হবে না মানে। রকেট গতিতে কাজ। বিফলে মূল্য ফেরত গ্যারান্টিসহ।
210783
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১০
ফখরুল লিখেছেন : পিলা, ভালো লাগলো ধন্যবাদ।
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১০
159221
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Big Hug
210787
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
লোকমান লিখেছেন : কাজ হবে তো??
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
159231
মেঘ ভাঙা রোদ লিখেছেন : নাহলে গ্যারান্টিসহ পয়সা ফেরত। একবার টেস্ট করে দেখুন। তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি অন্তত মরবেন না। Tongue
210791
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কাজ হবে তবে প্রতিদিন যদি তেল আর শর্করা জাতিয় খাবার খান তাহলে হবেনা।
ধন্যবাদ।
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
159233
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সুন্দর বলেছেন। সেগুলো খেলে তো লেবুর এই সামান্য উপাদান বেশী কাজে দিবে না। তবে আস্তে আস্তে কমাতে হবে।
210798
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
বিন হারুন লিখেছেন : সহজ কিন্তু অমূল্য, বেশ ভাল লাগল. এটি আজ থেকেই শুরু করা হবে ইনশা আল্লাহ্, আচ্ছা এটি খালি পেট কিংবা ভরা পেটে নিয়ম আছে কি?
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
159234
মেঘ ভাঙা রোদ লিখেছেন : খালি পেটে খেলে বেশী উপকার। সবচেয়ে ভালো হয় সকালে বিয়াম করে এসে পান করলে কারণ সেইসময় রক্ত চলাচল বেশী থাকে এবং এর কার্যকারিতাও বেশী হয়।
210815
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
159251
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। টেস্ট করে দেখবেন কিন্তু
210823
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৪
সত্যের ডাক লিখেছেন : যারা গ্যাস্টিকের সমস্যায় ভুগছেন তারাও কি খেতে পারবে? কারণ লেবু খেলে পেটে অনেক ব্যাথা লাগে।
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৪
159263
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সেটা বলতে পারছিনা ভাই। আমি নিয়মিত সকালে এটা পান করে দ্রুত উপকার পেয়েছি বলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিলাম।
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪২
159311
সুমাইয়া হাবীবা লিখেছেন : নাহ। তাদের খাওয়াটা ঠিক না খালি পেটে। হালকা কিছু খেয়ে নিয়েন। তবে এতে একটু স্লো ভাবে কাজ হবে। কিন্তু হবে।
১০
210879
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৩
জেদ্দাবাসী লিখেছেন : কাল থেকে শুরু করবো ইনশাল্লাহ।
পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ
২০ এপ্রিল ২০১৪ রাত ১০:০৩
159318
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অনেক ধন্যবাদ। শুরু করুন তাহলে
১১
210887
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৪
সুমাইয়া হাবীবা লিখেছেন : স্বাস্থ্য বিষয়ক পোষ্ট দেখে ভালো লাগছে। ব্লগটাতে একটু নতুনত্ব পেলাম। ধন্যবাদ ভাই।
২০ এপ্রিল ২০১৪ রাত ১০:০৪
159319
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আপু। নিজে নিয়মিত পান করে উপকার পাইছি তাই শেয়ার করলাম। আজকাল মেদের জন্য মেয়ে পাওয়া মুশকিল Broken Heart Broken Heart
১২
210893
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৪
সালমা লিখেছেন : উপকারী পোষ্ট, আপনাকে ধন্যবাদ।
২০ এপ্রিল ২০১৪ রাত ১০:০৫
159320
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
১৩
210894
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৫
ডাঃ নোমান লিখেছেন : নতুন জানতে পারলাম। প্রিয়তে।
২০ এপ্রিল ২০১৪ রাত ১০:০৫
159322
মেঘ ভাঙা রোদ লিখেছেন : কি যে বলেন না ডাক্তার সাব। লজ্জা দিলেন। Winking) Winking)
১৪
210907
২০ এপ্রিল ২০১৪ রাত ১০:১৯
সুশীল লিখেছেন : ডাঃ নোমান লিখেছেন : নতুন জানতে পারলাম। প্রিয়তে।
২০ এপ্রিল ২০১৪ রাত ১১:১৩
159346
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অনেক ধন্যবাদ
১৫
210967
২১ এপ্রিল ২০১৪ রাত ১২:৫২
জুমানা লিখেছেন : ভালো লাগলো ...."..
২৫ জুলাই ২০১৪ রাত ০৮:২৫
192647
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
১৬
210981
২১ এপ্রিল ২০১৪ রাত ০১:৪০
মাটিরলাঠি লিখেছেন : আপনার দেয়া "উৎস" লিঙ্কটি বিডিটুডে'র পেজে নিয়ে যাচ্ছে কেন?

খালিপেটে মধু ও লেবু গ্যাস্টিক রোগীর জন্য নয়।

আর চার চা চামচ খাঁটি মধু খাওয়া সহজ ব্যাপার নয় অনেকের পক্ষে, আর চার চামচ মধুতে প্রচুর ক্যালোরি। কেমন যেন গোলমেলে....
২৫ জুলাই ২০১৪ রাত ০৮:২৬
192648
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
১৭
211023
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৮:২৭
আওণ রাহ'বার লিখেছেন : পিলাচ মাইনাচ ভালো লাগলো অনেক অন্নেক শুকরিয়া ।
বাট খাটি মধু একচামচ খেলেই খবর হয়ে যায় আমার চার চামচ কেমনে কি?
২৫ জুলাই ২০১৪ রাত ০৮:২৬
192649
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
১৮
211420
২১ এপ্রিল ২০১৪ রাত ১০:০১
ভিশু লিখেছেন : লেবু+মধু খুব ভালো লাগ্লো...Happy Good Luck
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২১
160936
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনার ভাবীর জন্য লাগবে, কারন তার চর্বি বেশি
১৯
212656
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২১
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনার ভাবীর জন্য লাগবে, কারন তার চর্বি বেশি
২৫ জুলাই ২০১৪ রাত ০৮:২৭
192650
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
২০
214256
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫০
দ্য স্লেভ লিখেছেন : আমি ভিনেগারের সাথে লেবু খাই..সাথে একটু কোকও থাকে Happy
২৫ জুলাই ২০১৪ রাত ০৮:২৭
192651
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
২১
248115
২৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
বুড়া মিয়া লিখেছেন : আজকে থেকেই শুরু করতে হবে
২৫ জুলাই ২০১৪ রাত ০৮:২৭
192652
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File