দাদারা জমি চাইছে পাচ ওয়াক্ত নামাজি দিদি কেংবা চুপ !!

লিখেছেন লিখেছেন বাচ্চা ছেলে ২০ এপ্রিল, ২০১৪, ০৫:৫৬:০৪ বিকাল

ঘটনা হুনছ নি, দাদারা কয় আমগো দেশের এক তৃতীয়াংশ জমি তাগো দিতে হইব। হেইডা নাকি তাগো আছিলো। গোটা দেশ এই কথার প্রেক্ষিতে পুরা হট হইয়া গেলেও আমগো বিনা ভোটে বিজয়ী আকুড়া সরকারের তরফ থাইক্কা কোন হ্যাত ক্যাত পাওয়া যায় নাই এ পর্যন্ত !!

কিন্তুক আমগো দেশে দ্যাশপ্রেমিকের অভাব নাই। মোড়ে মোড়ে দ্যাশপ্রেমিক পাওয়া যায়। সোশাল মিডিয়া ব্লগ পাড়ায় যেন ঝড় বইয়া যাইতেছিল বিজেপি নেতার ঐ দাবির পর থাইক্কা। এদিকে কিছু দ্যাশপ্রেমিক কইতাছেন, মুর্শিদাবাদ, মালদহ, ত্রিপুরা ও আসামের অংশ ফেরত দিক ভারত।

আইচ্চা আরেকটা কথা, কলকাতা (বাংলা) ছাড়া কেমতে বাংলাদেশ হয়? কলকাতাও আমগো দখলে চাই। যে দাবিটি তুলবার চাই- রাশিয়ার মত ভারত ভাইংগা চুরমার যেদিন হইবো বাইচ্চা থাকলে আমার মত খুশি কুন হালায় হয় হেইডাই দেখার অপেক্ষায়।

বিষয়: বিবিধ

১৫৪৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210753
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
আমি মুসাফির লিখেছেন : দাদাদের আবদার পুরন করবার জন্য হয়ত চুপ কইরা আছে আমাগো পেরধান মন্তী্র
210754
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
বেআক্কেল লিখেছেন : ওনি পাকিস্তানের পানে চাহিয়া আছেন,

কেননা হৃদয়ে চুক্তিযুদ্ধের চোতনা তৈরী হতে পাকিস্তানকে কিছু করে দিতে হয়।
মাতার ভারত পুরাটা দিলেও চেতনা তৈরী হয়না, তখন তাহাদের খুব আরাম লাগে।
210763
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১২
সবার আমি লিখেছেন : দাদায় চাইলে দিদির কি কিছু বলার থাকে? দাদা বলে কতা!
210764
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : চাইছে দিয়া দিলেই তো ল্যাটা চুকে যায়। Worried Worried
210773
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বন্ধু হলে এমন হওয়া চাই সব দেব
210792
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সামান্য একটু!! জমি চেয়েছে।
এই নিয়ে কিছু বলাটা অসভ্যতা।
210841
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৯
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : চিন্তার কিছু নাই। এটা নিয়ে সংসদে বিল উঠবে কয়দিন পর দিয়ে দিবে।
210862
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৩
আহ জীবন লিখেছেন : বেশি তাড়াতাড়ি চাইয়া ফেলাইল মনে হয়। ২০২১ তো মেলা দূর। তার আগে আরও কিছু দিবার আছিল।
210905
২০ এপ্রিল ২০১৪ রাত ১০:১৪
মাটিরলাঠি লিখেছেন : পুরাটা না চাইয়া এক তৃতীয়াংশ ক্যান?

ভারত যখন ভাগ হবে, ইনশা-আল্লাহ আকিকার গোস্তের মতো ভাগ হবে। হয়ত আমরা তা দেখে যেতে পারবো না।
১০
210972
২১ এপ্রিল ২০১৪ রাত ০১:১১
জুমানা লিখেছেন : তুমি বাচ্চা ছেলে তো বুঝতেছো না যে দেশপ্রেম কাকে বলে! দালালদের মত বড় হও তখন বুঝবা ।
২২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৫
160052
বাচ্চা ছেলে লিখেছেন : আমি বাচ্চা ছেলে বুঝছি না তাই তো। দেশপ্রেমিক তো বুবুজান যে হাগতে গেলেও অন্যের অনুমতি নেয়া ছাড়া উপায় নাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File