শহীদ হওয়ার কিছুক্ষন পূর্বে দ্য লায়ন অব দ্য ডেজার্ট এর জবানবন্দি
লিখেছেন লিখেছেন সত্য কন্ঠ ২০ এপ্রিল, ২০১৪, ০৫:৫১:১৬ বিকাল
শহীদ হওয়ার কিছুক্ষন পুর্বে দ্য লায়ন অব দ্য ডেজার্ট এর জবানবন্দি :
মুসোলিনির ইটালিয়ান সেনা অফিসার তাকে জিজ্ঞেস করলঃ তুমি কি ইটালিয়ান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছ?
ওমর মুখতারঃ হ্যাঁ করেছি
সেনা অফিসারঃ লিবিয়ার মানুষকেও তুমি এর জন্য উষ্কে দিয়েছ?
ওমর মুখতারঃ অবশ্যই
সেনা অফিসারঃ তুমি কি জান এর জন্য তোমার শাস্তি মৃত্যুদন্ড?
ওমর মুখতারঃ হ্যাঁ
সেনা অফিসারঃ তুমি যা বলছ, তা কি জেনে বুঝে বলছ?
ওমর মুখতারঃ অবশ্যই, কোন সন্দেহ নাই
সেনা অফিসারঃ তুমি কত বছর ধরে ইটালিয়ান শাসনের বিরুদ্ধে লড়েছ?
ওমর মুখতারঃ বিশ বছর
সেনা অফিসারঃ তুমি যা করেছ তার জন্য তুমি অনুতপ্ত?
ওমর মুখতারঃ প্রশ্নই হয় না, আমি আমার দেশ আর মানুষের জন্য লড়েছি।
সেনা অফিসারঃ তুমি কি বুঝতে পারছ যে তোমাকে এখন হত্যা করা হবে?
সেনা অফিসারঃ হ্যা জানি।
সেনা আদালতের বিচারক তার দিকে তাকিয়ে বললঃ তোমার মত লোকের এমন পরিণতি দেখে আমি দুঃখিত
ওমর বললেনঃ কিন্তু এটাই তো জীবন শেষ করার সর্বশ্রেষ্ঠ উপায়।
এরপর বিচারক অনেক চেষ্টা করল ওমরকে ক্ষান্ত করতে এবং প্রস্তাব দিল তাকে মুক্ত করে দেয়া হবে যদি মুজাহিদিনরা ইটালিয়ানদের সাথে যুদ্ধ বন্ধ করে এই শর্তে।
কিন্তু ওমর মুখতার তার দিকে তাকালেন এবং তার সেই বিখ্যাত উক্তিটি বললেনঃ
"যেই শাহাদত আঙ্গুলি দিয়ে আমি প্রতিদিন সাক্ষ্য দেই যে এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই সেই আঙ্গুল মিথ্যার কোন কথা লিখতে পারবে না। আমরা আত্মসমর্পন এক আল্লাহ ছাড়া আর কারো কাছে করি না। আমরা হয় জিতি, না হয় মরি।"
আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন এবং জান্নাতের সর্বোচ্চ স্তরে স্থান করে দিন। ওমর মুখতার, দ্য লায়ন অব দ্য ডেজার্ট বা মরুর সিংহ- লিবিয়ার স্বাধীনতা যুদ্ধের প্রখ্যাত সেই ইমাম, সেই শিক্ষক- আলেম, সেই শহীদ, সেই বিখ্যাত নেতা, যিনি আজো আমাদের মুসলিম জাতির অনুপ্রেরণার অংশ, আল্লাহ আমাদেরকে তার মতো করে দিন ।
(সংগ্রহ)
বিষয়: বিবিধ
১৬৭৪ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিখাটি আপনি দুই বার কপি করেছেন ,,
যুগে যুগে ওমর মুখতারদের অতি দরকার।
ইতিহাসের এই বীরদের তুলে আনবেন..প্লিজ বারবার।
এটাই ঈমানের বলিয়ানে বলিষ্ঠ কন্ঠস্বর
"মক্কার পথ" বইটিতে প্রথম পড়ি লিবিয়ার এই বির মুজাহিদ এর কথা।
মন্তব্য করতে লগইন করুন