"একই অপরাধে কারো ধরে মামালার জালে জড়ানো আর অন্যকে ছাড় দেয়া"।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:২৯:০৫ দুপুর

ব্লগে ইসলাম ও হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর ও কুরুচিপূর্ণ লেখালেখির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে চার ব্লগারের বিরুদ্ধে দুই মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ওই চার ব্লগার হচ্ছেন মশিউর রহমান বিপ্লব, সুব্রত অধিকারী শুভ, রাসেল পারভেজ ও আসিফ মহিউদ্দীন।



একইসঙ্গে ওই দুই মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না-জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আাগমী তিন সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্টদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগেও কিছু ইসলামী ব্যক্তিত্বকে একই অপরাধে ধরে তাদেরকে যুদ্ধ অপরাধ মামলায় জড়িয়ে মৃত্যু দন্ড পর্যন্ত দিয়েছে আর অন্যদেরকে অব্যাহতি দেয়া হচ্ছে ।

সেদিন আরো একটি খবর দেখলাম ব্লগে যে, অনেক ব্লগারকে সতর্ক দৃষ্টিতে রাখা হয়েছে সরকারের বিরুদ্ধে লেখা লেখির কারণে । এবং এক শিক্ষককেও ৭ বছরের কারাদন্ড দেয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে লেখার জন্য । এসব যদি তথ্য আইন লঙ্ঘিত হয়ে থাকে তবে ইসলাম ও নবী সম্পর্কে যারা কটুক্তি করবে তাদের কেন এই আইনের আওতায় এনে তাদেরকে সাজা হবে না ?

প্রধানমন্ত্রী কি ইসলাম ও রাসুল সাঃ এর চেয়েও কি অধিক উচ্চতম মর্যাদার অধিকারী (নাউজুবিল্লাহ)? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা তার বাপের বিরুদ্ধে কটাক্ষ করা যাবে না কিন্তু ইসলাম,কুরআন ও রাসুল সাঃ এর বিরুদ্ধে কটুক্তি করলে মামলা স্থগিত হয়ে যাবে এবং মামলা তুলেও নেয়া হবে । তাহলে আওয়ামীরা কি ইসলাম থেকে বের হয়ে অন্য কোন ধর্মের পক্ষে অবস্থান নিয়েছে নাকি ?

নবী, ইসলাম কুরআন এগুলো সব মুসলমানের ঈমানের সাথে জড়িত। যে বা যারা একে আঘাত করবে তা সমভাবে সব মুসলমানের গায়ে ব্যাথার সঞ্চার হবে এবং সোচ্চার হবে এসব যারা করছে তাদের শাস্তি দেবার জন্য যাতে পরবর্তীতে এমন করতে উদ্ধত না হয় । এই ক্ষেত্রে সরাকরের ভুমিকা মুখ্য। তাদেরকে বিচারের আওয়াতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা ।

দেশে যেন ইসলামের উতখাত অভিযান চলচে বলে মনে হয় । মুসলমানদের প্রতি এত আঘাত কেন?

আমাদের সকলকে একমত হয়ে বৃহত্তর ঐক্য গড়ে এর অবসান করা একান্ত দরকার নইলে সমুহ ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছি ।

Click this link

বিষয়: বিবিধ

৮৪০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178439
১৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৫
হতভাগা লিখেছেন : এদের সঠিক বিচার আল্লাহই করবেন
১৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৯
131554
আমি মুসাফির লিখেছেন : অবশ্যই এদের বিচার মহান আল্লাহ করবেন । দুনিয়াতেও তারা লাঞ্চিত হবেন ইনশা আল্লাহ।
অনেক ধন্যবাদ।
178493
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রধান মন্ত্রির মানহানির জন্য সাত বছর। আর পৃথিবীর শতকোটি মুসলিমের হৃদয়ে আঘাতের জন্য ক্ষমা!
এই আইন কে ঘৃনা করি।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩২
131845
আমি মুসাফির লিখেছেন : খৃষ্টান জগত যদি ব্লাসফেমী আইন করে তারে ধর্মকে কটুক্তি বা গালি দেয়াকে রোধ করতে পারে আমরা মুসলমান হয়ে কেন ইসলামকে রক্ষা করতে পারব না। হাসিনার মত মুনাফিকরা যতদিন থাকবে ততই ইসব বদমায়েশরা ছাঢ় পাবে কারণ হাসিনা এর ধারক ও বাহক।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।
178512
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের বিশ্ব নবী রাসুলে কেরামের অপমানে যাদের অন্তরে একটু ও কাপন হয় না তাদের কাছে এর চেয়ে আর কি আশা করা যায়।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৫
131849
আমি মুসাফির লিখেছেন : আপনি সঠিক কথাই বলেছেন । নবীকে কটুক্তি করাতে যদি কারো মনে এতটুকু ব্যথা অনুভুত না হয় তাহলে বেঈমান ই তাকে বলা যায় আর বেঈমানরাই এদের সহায়তা করে।
ধন্যবাদ।
178601
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৫
শিকারিমন লিখেছেন : আমরা শেষ বিচারের দিনে আল্লাহর পক্ষ হতে সঠিক বিচারের অপেক্ষায় আছি।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৬
131850
আমি মুসাফির লিখেছেন : অবশ্যই শেষ বিচারে মহান আল্লাহ তাদের যাথযথ বিচার করবেন কিন্তু দুনিয়াতে যারা মহান আল্লাহর বান্দা বলে পরিচয় দেই তাদের কর্তব্য কি কম? ?
178616
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এদেশের বিচার!!! কি আর কমু...ধুর মাথা গরম হয়ে গেল। কিছুই কমু না!
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৮
131852
আমি মুসাফির লিখেছেন : বিচারকরা যে উচ্ছিষ্টের বিনিময়ে বিক্রি হয়ে যায় এদেশে তা সকলেই অনুধাবন করতে পেরেছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File