বিয়ে না করার ফল পাচ্ছি
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ২৬ জানুয়ারি, ২০১৪, ০৩:১২:১৮ দুপুর
বয়স ইতিমধ্যে ১৮পরিপুর্ণ হয়ে গেছে। আগামী সেপ্টেম্বরে বয়স ১৯বছর হবে। অথচ এখনো আমি বিয়ে করতে পারিনি। প্রায় ফেসবুকে স্টাটাস দিয়ে আমার বিয়ের বিষয়ে জরিপ চালিয়ে অবিভাবকের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করেছি। কিন্তু, যে কপাল সেই মাথা। এখনো পর্যন্ত বিয়ের কোন আভাস পেলাম না। কিছুদিন আগে বড় বোনরে বললাম, আপু আম্মার কি নাতি-নাতনির মুখ দেখার ইচ্ছে হয় না। আপু বলল, আমার গুলো দেখতেছে না। আমি বললাম, সেতো মেয়ের ঘরের গুলো, কিন্তু, ছেলের ঘরের গুলো দেখার ইচ্ছে হয় না। আপু বলল, সে আরো পরেও হতে পারবে। আমি বললাম, আম্মার কষ্ট আমার সহ্য হচ্ছে না। আম্মার কষ্ট লাঘবের জন্য একটা মেয়ে হলে চলতো না(নিজের স্ত্রীর দিকে ইঙ্গিত করলাম)। আপু বলল, যা বলার বলেছো, আর বলার দরকার নেই। কাল বিকালে আম্মু আন্টির বাসায় চলে গেছে, আমি বাড়িতে একা একা বসে ঘোড়ার ঘাস কাটছি। খাওয়ার সময় খাওয়া হয় না। এখন বুঝতেছি বিয়ে না করার কষ্ট কি। কিন্তু, বড় বোনরা এইসব দেখবে না। তাদের কাছে আমি এখনো ছোট। মুখ ফুটে আম্মাকে বলতেও পারছি না। আর বড় বোনরা এইসব দেখতেও পাবে না। অনেক কষ্টে আছি।
বিষয়: বিয়ের গল্প
২১০৬ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিস্তারিত পড়ুন
Click this link
লেখা পড়া করার তো কথা , এছাড়া আর কি করেন ভাইজান , যে বিয়ার জন্য আকুপাকু করতেছেন ?
মায়ের কষ্ট কি আপনি কিছু কিছু লাঘব করতে পারেন না ?
বউ এলে যে মায়ের কষ্ট বাড়বে না তার গ্যারান্টি কি ?
বিয়ার জন্য জোগাড় যন্ত্র করছেন কিছু ?
পোলাপাইন মজা করতে পোস্ট দিছে !
বিয়া করলে মজা কাহাকে বলে এবং তা কত প্রকার তা একে একে বুঝতে পারবা ।
মন্তব্য করতে লগইন করুন