পড়ে কি বলবেন??????!!!!!!!!!!
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২৬ জানুয়ারি, ২০১৪, ০২:৫৫:২০ দুপুর
বাস্তবতার নিরিখে এই বানীগুলো হাস্যকর কৌতুক ছাড়া অন্য কিছু নয়!!!
বারাক ওবামা বলেছে, "আমরা ইসলামের বিরুদ্ধে নই! আমরা মুসলিমদের বন্ধু! আমরা তাদের সাথে যুদ্ধ চাইনা, বন্ধুত্ব চাই!"
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে, "আমরা ফিলিস্তিনের ভূখণ্ড দখল করতে চাইনা! আমরা দখল করা ভূখণ্ডও ছেড়ে দিতে চাই! ফিলিস্তিনিদের দূর্দশা আমাদের কাঁদায়!"
মমতা ব্যানার্জি বলেছে, "আমরা বাংলাদেশকে তিস্তার ন্যায্য হিসসা দিতে বদ্ধ পরিকর! প্রয়োজনে নিজের হিসসাও বাংলাদেশকে দেবো কারন বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু!"
সানি লিওন বলেছে, "আমি চাইনা যুব সমাজ পর্ণোগ্রাফিতে আসক্ত হোক! আমি যখন শুনি দুনিয়াতে সবচেয়ে বেশি আমার পর্ণোগ্রাফি ডাউনলোড হয় তখন আমি হতাশ হই জাতির ভবিষ্যৎ নিয়ে!"
আর প্রধানমন্ত্রী হাসিনা বলেছেন "হরতালে যেভাবে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে তা দেখে আমার খুব কষ্ট হয়! আমি প্রধানমন্ত্রীত্ব চাইনা, মানুষের শান্তি চাই!"
বি.দ্রঃ যদি শেষের কথা বিশ্বাস করতে হয় তাহলে উপরের বাকীগুলোও বিশ্বাস করা বাধ্যতামূলক
সংগৃহীত!
বিষয়: বিবিধ
১৩২৯ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু ফজরের জামাতে একদিনো নাই।
আপনাকে ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
অতি মূল্যবান কথাটি বলেছেন। সত্যিই আমরা যদি কথায় ও কাজে মুসলিম হতে পারতাম, তবেই আমরা উন্নত শিখরে আরোহন করতে পারতাম।
আপনাকে অনেক ধন্যবাদ।
ঠিকই বলেছেন: আমাদের এ অবস্থা হতে অবশ্যই বের হয়ে আসতে হবে।
আপনাকে অনেক ধন্যবাদ।
আমাদের কথা ও কাজে অবশ্যই মিল থাকতে হবে। সত্য ও মিথ্যাকে কখনোই মিশ্রন ঘটানো যাবে না।
আপানাকে অনেক ধন্যবাদ।
০ যখন তাদের কাছে কোন আমানত রাখা হয় , তখন তার খিয়ানত করে ।
০ যখন তারা কোন ওয়াদা করে , ভঙ্গ করে ।
আপনাকে অনেক ধন্যবাদ।
তবে মিথ্যা বলি কাকে?
আমাদের সমাজটি আজ তাই হয়েছে। সেই ইদুরের হাতেই আমাদের সকল কিছু ন্যাস্ত করেছি।
অনেক ধন্যবাদ আপনাকে।
ব্যাঙের লেগেছে সর্দি...
আমরা তো সেই আলেয়ার পিছনের দৌড়াচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
তেলাপোকা কিনা খায় )
জাতে মাতালو তালে ঠিক।
আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
awsm....
আপানাকে অনেক ধন্যবাদ।
কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন