প্রহর গুনছি তোর আসার
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ৩১ মার্চ, ২০১৪, ০২:৫৩:৩৯ দুপুর
-হ্যালো
-কে?
-তোর সে।
-মানে?
-ভুলেই গেলি?
-নাহ!
-তাহলে?
-কি?
-কিছু না। কি করছিস?
-বসে আছি। তুই?
-শুয়ে আছি।
-কেমন আছিস?
-ভালোই। তুই কেমন আছিস?
-ভালো। খেয়েছিস?
-না। তুই খেয়েছিস?
-হ্যা, খেয়েছি। কিন্তু, তুই খাছনি কেন?
-ইচ্ছে করছে না।
-কেন?
-তোর নাকি বিয়ে হয়ে যাবে?
-কে বলল?
-শুনলাম
-কার কাছে শুনলি?
-জানি না।
-মানে?
-কিছু না। তোর বিএ কখন?
-তুই যখন করবি
-আমার সাথে তোর বিয়ে হবে?
-হবে।
-কি করে জানলি
-আমার বিশ্বাস
-যদি না হয়?
-কিছুই করার নাই
-আমি যে মরে যাবো।
-মরবি না
-কি করে বুঝলি
-মিথ্যে তো বলিনি
-সত্যই বা কিভাবে বললি?
-আমার বিশাস ছিল যে।
-বিশাস তো মিথ্যে
-মিথ্যে নয়
-কেন?
-জানি না
-তুই আসবি?
-কোথায়?
-আমার কাছে
-কেন?
-তোকে ছাড়া ভালো লাগছে না যে।
-আমি আসলেও তোর কাছে ভালো লাগবে না।
-কেন?
-জানি না।
-বল না আসবি?
-হুম! আসবো
-কখন আসবি?
-যখন বিয়ে করবি
-সত্যি বলছিস তো?
-সত্যি।
-আসবি তো?
-হুম! আসবো
বিষয়: সাহিত্য
১৪৬৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন