আচ্ছা হুজুরদের কাছে কি অহি নাজিল হয়?

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ৩১ মার্চ, ২০১৪, ০২:৫০:৫৪ দুপুর



আমি সকাল ৬:৪৫ এ অফিসের গাড়ী ধরি বাসায় পৌছায় রাত ৭:৩০ টা ৮:০০ টার দিকে ।

আমার অফিস ও যাতায়াতে প্রচুর সময় পড়ার, কিন্তু আলেমকে পাওয়ার সুযোগ নাই।

আক্কেল যারা কাটাতে চায় না তাদেরকে সালাম জানিয়ে বিদায় জানানো ভাল বৈকি।

ঢাকা শহরের অধিকাংশ মানুষ ব্যস্ত। তা ছাড়া দেশের বর্তমান অর্থনৈতিক যা অবস্থা, মানুষের এতে পেট চালানোই দায়।আল্লাহর রাসুল(সাঃ)বলেন "সহজ করো কঠিন করোনা সশ্রদ্ধ হও বীতশ্রদ্ধ করো না।" আমি তো মুফতি হচ্ছি না, মোফাচ্ছির কিংবা মোহাদ্দিস ও হচ্ছি না ,আল্লাহকে জানার জন্য যতটুকু জ্ঞান জরুরী তা অর্জনের জন্য একজন পড়ে বুঝতে পারা মানুষের জন্য তাফসির, হাদিস, ইসলামী সাহিত্য এই গুলোর চর্চাই কি চলে না ।যদি না চলে তবে ন্ম্র শূদ্রের গীতা শুনা অপরাধ কানে সিসা ঢালো । এই গুলা সব মোল্লাদের জন্য যত্তসব বেকুবের দল ।

আচ্ছা হুজুরদের কাছে কি অহি নাজিল হয়?নাকি আলেমদের কাছে অহি এসে বলে তুমি আলেম হইছ :p হুজুর নিজে ও তো ভুল বুঝতে পারে।

এসব বলে ইসলামকে পাদ্রিদের মত মৌ লোভী রা কুক্ষিগত করে সাধারণ মানুষের নজর নেয়াজ খেয়ে পেট মোটা করে । তবে হক্কানি আলেমদের কাছে জ্ঞান হাসিল করা প্রয়োজন যদি বুঝে না আসে।

কারো টাই স্যুট পরা নিয়ে আপনারে জিজ্ঞেস করবে না । টাই স্যুট এর জন্য কেও জাহান্নামে যাবে এটা বলার টিকাদারী ও কাওকে দেওয়া হয়নি ।

যে জানে সে আলেম । আপনার এতে গা চুলকানোর কারণ বুঝতেছি না ।

কত মানুষ ফরজ ওয়াজিব হালাল হারাম মেনে চলে না। কত আপনজন চেয়ে চেয়ে জাহান্নামের পথে হাটছে তার খবর নাই । কে টাই পড়ল না ফিতা পড়ল এ নিয়ে মেতে আছে। সে কি পর্দা লঙ্গন করছে?? "বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে নারী তালাকের ফতোয়া খুজেছি হাদিস কোরআন চষে।"

যে যার যার অবস্থান থেকে দ্বীনের কাজ করুক বিদ্ধেস ছড়ানোর দরকার টা কি? দ্বীনের এই বাগানের একাধিক মালী হয়ে কি দ্বীনের খুশবো ছড়াতে পারিনা আমরা। কারো কোন ত্রুটি থাকতে পারে তার মানে এই নয় যে তার সামগ্রিক কর্মকাণ্ড বরবাদ হয়ে গেছে। যে যতটুকু ভুল করে ততটুকু ভুল তা বাদ দিয়ে কি ভাল টুকুন গ্রহণ করা যায় না । তোমরা দ্বীনের দিকে তাকালে উপরের দিখে তাকাবে দুনিয়াবী বিষয়ে নীচের দিকে দেখবে । এই নসিহত কি আমাদের জন্য নয়??



বিষয়: বিবিধ

১৫৪৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200793
৩১ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : যথেষ্ট কঠিন এবং বাস্তব সত্য কিছু কথা বলেছেন। আপনার সাথে একমত Loser Loser অনেক ধন্যবাদ আপনাকে Rose Rose Good Luck Good Luck Rose Rose
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৬
150543
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও অনেক মোবারকবাদ।
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৫:২২
150562
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়াও আমিতো এখানওে ফার্স্টু
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০৯
150807
সত্য নির্বাক কেন লিখেছেন : অখ্যাত লেখকের ব্লগে আপনি ফাস্টু হওয়ার আনন্দে আমি আনন্দিত। জীবনের সকল কল্যাণকর হীতকর কাজে আপনি ফাস্টু হন এই দোয়া করি মহান রবের দরবারে।
০১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৪
151032
সত্য নির্বাক কেন লিখেছেন : কার ডাহুকের
০১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩২
151052
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : জ্বী আপু, ডাহুকের ব্লগবাড়িতে গিয়েছিলাম।
200795
৩১ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৭
ডাহুকী লিখেছেন : তিনি তোমাদের জন্য দ্বীনের ক্ষেত্রে সে পথই নির্ধারিত করেছেন , যার আদেশ দিয়েছিলেন নূহকে, যা আমি প্রত্যাদেশ করেছি তোমার প্রতি এবং যার আদেশ দিয়েছিলাম ইব্রাহীম মুসা ও ঈশাকে এই মর্মে যে তোমরা এ দ্বীনকে (জীবন বিধান) সমাজে প্রতিষ্ঠিত করো এবং কখনও এতে অনৈক্য সৃস্টি করোনা। ৪২ আশ্-শূরা-১৩
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৯
150544
সত্য নির্বাক কেন লিখেছেন : মহান আল্লাহ্‌ আমাদের বুঝার তৌফিক দিন। দ্বীনের সমজ দান করুন। ছোটকাট বেদাবেদ ভুলে ইসলামী ঐক্য গড়ে তুলার তৌফিক দিন।
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৮
150832
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আস্ সালামু আলাইকুম
আপনার ব্লগবাড়িতে গিয়েছিলাম, কিন্তু সব ফাঁকা, নিশ্চয় নতুনকের প্রাসাদ গড়ে তুলার জন্য প্রিপারেশন নিচ্ছেন এই বলে শান্তনা দিলাম নিজেকে। আশাকরি লিখা শুরু করবেন এস-সূন-এস পসিবল Waiting Waiting
০১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৭
151054
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : জ্বী, নির্বাক আপু, ডাহুকী কেই বলেছি। উনার ব্লগবাড়িতে গিয়েছিলাম। এতদিন জানতাম যে ডাহুকরা ঝোপ/ঝাড় জঙ্গলে থাকে, এখনতো দেখছি ধুধু মরুভুমিতেও থাকে Happy Angel
০২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১১
151237
সত্য নির্বাক কেন লিখেছেন : আহারে আপু না..... ডাহুকরে ডাকুন মন ভুলিয়ে ডাকুন.....
200797
৩১ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৯
বেদনা মধুর লিখেছেন : আপনার এই জীবনেও হুজুর দেখেন নি। যা দেখেছেন তাদেরকে হুজুর মনে করে আপনি হুজুরদের বদনাম করছেন। যাদের কাছে হুজুর চেনার জ্ঞানও নাই তারাই আবার হুজুরদের বদনাম করে। কাজ কিছু নাই তাই না? কাজ না থাকলে লীগে যোগ দেন। অনেক কাজ আছে সেখানে। অন্তত শাপলা চত্বরে হুজুর মারতে পারবেন। যত্তসব ফালতু কোথাকার।
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৫
150541
সত্য নির্বাক কেন লিখেছেন : গালী দিলেন ভাই । আমার দাদা দেওবন্দ আলেয়ার ফারেক। সবেহ ক্বারী ছিলেন। আমার বাপ মাদ্রাসার শিক্ষক। নানা মৌলভী । বড় দুই চাচা হাঠাজারী মাদ্রাসার । মসজিদে জুমার নামাজে ইমামতি করতেন। ফুফার ছোট ভাই তাবলীগ জামাতের আমীর ছিলেন বাংলাদেশের। তা যা হোক এটা দিয়ে তো আর আমার পরিচয় বা জ্ঞানের বহর বাড়া কমার কিছু নেই । আপনি কি আমার পোস্ট টি পড়েছেন?? যদি না পড়ে কমেন্ট করেন তবে কাজটি ঠিক করলেন কিনা ভাববেন। হাইরে হুজুরের মহাব্বতি। "তবে হক্কানি আলেমদের কাছে জ্ঞান হাসিল করা প্রয়োজন যদি বুঝে না আসে।"
200823
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৭
নীল জোছনা লিখেছেন : যতদিন আমাদের মন মানসিকতার পরিবর্তন না ততদিন এসব চলতেই থাকবে।
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪১
150546
সত্য নির্বাক কেন লিখেছেন : মানসিকতার পরিবর্তনে চাই ঐশী আলো। চলুন না হেরার রশ্মিতে খুঁজে নিই চলার পথ।
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪১
150547
সত্য নির্বাক কেন লিখেছেন : মানসিকতার পরিবর্তনে চাই ঐশী আলো। চলুন না হেরার রশ্মিতে খুঁজে নিই চলার পথ।
200832
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৪:২২
শিশির ভেজা ভোর লিখেছেন : আগে নিজে বদলাই দেখবেন সব বদলিয়েছে
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৬
150549
সত্য নির্বাক কেন লিখেছেন : তা ঠিক । পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো।
200836
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৩
নূর আল আমিন লিখেছেন : তারা হুজুর নহে
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৬
150551
সত্য নির্বাক কেন লিখেছেন : তারা মৌ লোভী
200851
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৬
মোস্তাফিজুর রহমান লিখেছেন : যে জ্ঞানের প্রথম স্তরে প্রবেশ করে সে মনে করে অনেক কিছুই শিখেছে, যে মাঝারি স্তরে থাকে সে মনে করে অনেক কিছুই বাকি আছে আর যে মোটামুটি একটা ভাল স্তরে পৌছে সে মনে করে আমার কিছুই জানা হলনা।
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৭
150553
সত্য নির্বাক কেন লিখেছেন : জানার অনেক অনেক বাকী ....
200869
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৫:১০
ভিশু লিখেছেন : সুন্দর!
ভালো লাগ্লো খুব...Happy Good Luck
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১১
150808
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনার ভাল লাগায় আমি আনন্দিত। যাযাকাল্লাহ। আপনার কমেন্ট দেখলে ভাল লাগে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File