আচ্ছা হুজুরদের কাছে কি অহি নাজিল হয়?
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ৩১ মার্চ, ২০১৪, ০২:৫০:৫৪ দুপুর
আমি সকাল ৬:৪৫ এ অফিসের গাড়ী ধরি বাসায় পৌছায় রাত ৭:৩০ টা ৮:০০ টার দিকে ।
আমার অফিস ও যাতায়াতে প্রচুর সময় পড়ার, কিন্তু আলেমকে পাওয়ার সুযোগ নাই।
আক্কেল যারা কাটাতে চায় না তাদেরকে সালাম জানিয়ে বিদায় জানানো ভাল বৈকি।
ঢাকা শহরের অধিকাংশ মানুষ ব্যস্ত। তা ছাড়া দেশের বর্তমান অর্থনৈতিক যা অবস্থা, মানুষের এতে পেট চালানোই দায়।আল্লাহর রাসুল(সাঃ)বলেন "সহজ করো কঠিন করোনা সশ্রদ্ধ হও বীতশ্রদ্ধ করো না।" আমি তো মুফতি হচ্ছি না, মোফাচ্ছির কিংবা মোহাদ্দিস ও হচ্ছি না ,আল্লাহকে জানার জন্য যতটুকু জ্ঞান জরুরী তা অর্জনের জন্য একজন পড়ে বুঝতে পারা মানুষের জন্য তাফসির, হাদিস, ইসলামী সাহিত্য এই গুলোর চর্চাই কি চলে না ।যদি না চলে তবে ন্ম্র শূদ্রের গীতা শুনা অপরাধ কানে সিসা ঢালো । এই গুলা সব মোল্লাদের জন্য যত্তসব বেকুবের দল ।
আচ্ছা হুজুরদের কাছে কি অহি নাজিল হয়?নাকি আলেমদের কাছে অহি এসে বলে তুমি আলেম হইছ :p হুজুর নিজে ও তো ভুল বুঝতে পারে।
এসব বলে ইসলামকে পাদ্রিদের মত মৌ লোভী রা কুক্ষিগত করে সাধারণ মানুষের নজর নেয়াজ খেয়ে পেট মোটা করে । তবে হক্কানি আলেমদের কাছে জ্ঞান হাসিল করা প্রয়োজন যদি বুঝে না আসে।
কারো টাই স্যুট পরা নিয়ে আপনারে জিজ্ঞেস করবে না । টাই স্যুট এর জন্য কেও জাহান্নামে যাবে এটা বলার টিকাদারী ও কাওকে দেওয়া হয়নি ।
যে জানে সে আলেম । আপনার এতে গা চুলকানোর কারণ বুঝতেছি না ।
কত মানুষ ফরজ ওয়াজিব হালাল হারাম মেনে চলে না। কত আপনজন চেয়ে চেয়ে জাহান্নামের পথে হাটছে তার খবর নাই । কে টাই পড়ল না ফিতা পড়ল এ নিয়ে মেতে আছে। সে কি পর্দা লঙ্গন করছে?? "বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে নারী তালাকের ফতোয়া খুজেছি হাদিস কোরআন চষে।"
যে যার যার অবস্থান থেকে দ্বীনের কাজ করুক বিদ্ধেস ছড়ানোর দরকার টা কি? দ্বীনের এই বাগানের একাধিক মালী হয়ে কি দ্বীনের খুশবো ছড়াতে পারিনা আমরা। কারো কোন ত্রুটি থাকতে পারে তার মানে এই নয় যে তার সামগ্রিক কর্মকাণ্ড বরবাদ হয়ে গেছে। যে যতটুকু ভুল করে ততটুকু ভুল তা বাদ দিয়ে কি ভাল টুকুন গ্রহণ করা যায় না । তোমরা দ্বীনের দিকে তাকালে উপরের দিখে তাকাবে দুনিয়াবী বিষয়ে নীচের দিকে দেখবে । এই নসিহত কি আমাদের জন্য নয়??
বিষয়: বিবিধ
১৫৪৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার ব্লগবাড়িতে গিয়েছিলাম, কিন্তু সব ফাঁকা, নিশ্চয় নতুনকের প্রাসাদ গড়ে তুলার জন্য প্রিপারেশন নিচ্ছেন এই বলে শান্তনা দিলাম নিজেকে। আশাকরি লিখা শুরু করবেন এস-সূন-এস পসিবল
ভালো লাগ্লো খুব...
মন্তব্য করতে লগইন করুন