আমার স্বাধিনতা
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ১৮ মার্চ, ২০১৪, ০২:৩৩:৪৮ দুপুর
আমার স্বাধিনতা
মোহাম্মাদ নেছার উদ্দিন
স্বাধিন দেশে সন্ত্রাসীরা চলে নির্ভয়ে মাথা উচু করে,
আর দেশপ্রেমিকরা তাদের নির্যাতনে ধুকে ধুকে মরে।
সত্য কথা বললে পরিচয় আপনি যুদ্ধপরাধি, জঙ্গি, রাজাকার,
তাই আপনার কথা বলার নেই কোন অধিকার।
সত্য বলার অপরাধে হতে পারেন আপনি লাশ,
বাছতে হলে আপনাকে হতে হবে দাস।
দেশ স্বাধিন, স্বাধিন নয় দেশের নিরীহ জনগণ,
কারন, আপনি নয়তো সন্ত্রাসীদের কোন আপনজন।
আপনি করবেন অন্যায়ের প্রতিবাদ, লাশ পড়ে থাকবে ফুটপাতে,
নদী, নালা, ডোবায়ও আপনার লাশ ফেলতে পারে গভীর রাতে।
স্বাধিনতা দেয়নি আমায় সত্য বলার অধিকার,
স্বাধিনতা দেয়নি আমায় দেশ নিয়ে করতে অহংকার।
স্বাধিনতা দেয়নি আমায় দেশকে ভালোবেসে অন্যায়ের প্রতিবাদ করতে,
স্বাধিনতা দেয়নি আমায় শান্তিতে থাকতে।
আমি একদিকে সন্ত্রাসের অস্ত্রের মুখে জিম্মি, অন্যদিকে প্রশাসন,
উভয়ের নির্যাতনে অতিষ্ঠ আমার জীবন।
স্বাধিনতা আমাকে সাচ্ছন্দে থাকতে দেয়নি নিজ মাতৃভুমিতে,
স্বাধিনতা দেয়নি আমাকে দেশ প্রেমের অহংকার বুকে ধারন করতে।
তবুও কি আমি স্বাধিন? এরপরও কি আমি স্বাধিনতা পেয়েছি,
জবাব চাই, বায়ান্ন, একাত্তরে আমার ভাইয়ের রক্ত কেন দিয়েছি?
বিষয়: রাজনীতি
১৩৬২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন