বিয়ে না করার করুণ পরিণতি
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ০৭ এপ্রিল, ২০১৪, ০২:৪৭:৫৮ দুপুর
সকালে ঘুম থেকে উঠছি ১০টায়। ঘুম
থেকে উঠে গোসল করে এসে দেখি কেউ নাই ঘর খালি।
মানে আম্মা কাজিনের মেয়ে হয়্ছে সেখানে চলে গেছে।
আব্বু কাজে। আর ছোট বোন মাদরাসায়। সো,
আমি বাড়িতে একা। বাড়ি থেকে বের হলাম
নাস্তা করতে। আশায় গুড়েবালি সে আর হলো না।
অন্যকাজে আবার বাড়ি আসতে হলো।
এখনো পর্যন্ত পেটে কিছু পড়ে নাই। বিয়ে করলে এই
করুণ পরিণতি থেকে বেছে যেতে পারতাম। খুব
ভোরে বৌ ঘুম থেকে জাগিয়ে তুলতো। আহ!
ষে কি ফিলিং! তারপর গোসল
করতে পাঠিয়ে নাস্তা তৈরী করতো। গোসল শেষ
করে এলে বৌ এর হাতে বানানো নাস্তা। তারপর নিজ
কাজে বের হতাম। বৌ পেতে চাইলে এখনি কাটা শুরু
করুন আপনার বাসায় থাকা খাটটি। আর অভিবাভকের
প্রশ্নের জবাবে বলুন ১জনের জন্য এত বড় খাট
দিয়ে কি হবে। সাহস করে বিয়ের
কথা বলে দিতে পারলে তো আরো ভালো। বিয়ে করুন,
শান্তিতে জীবন কাটান।
বিষয়: সাহিত্য
১৫১৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই হইল ফ্যাক্ট আর ফিকশন এর পার্থক্য।
মন্তব্য করতে লগইন করুন