আজ আমার প্রিয়তমা জান্নাতুল ফেরদৌস নিঝুমের জন্মদিন
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ০৪ মে, ২০১৪, ০৭:৪২:৪৫ সকাল
আজ আমার প্রিয়তমা জান্নাতুল ফেরদৌস নিঝুমের জন্মদিন। ২০১২ সালের ৮ নভেম্বর বৃহস্পতিবার নিঝুমের সাথে আমার সম্পর্কের শুরু এবং ২০১৩ সালের ৪ জানুয়ারী শুক্রবার কোন কারন ছাড়াই নিঝুম ব্রেক আপ করে। তারপর অনেক বিশাল কাহিনী আছে। গত বছর নিঝুমের জন্মদিনে আমার হাত কেটে হাতের রক্ত দিয়ে নিঝুমের নাম লিখেছিলাম। এইবার সেইরকম কিছুই করবো না। যার কাছে আমার মুল্যায়ন নেই তার জন্য কেন নিজের জীবনটাকে বিলিয়ে দেবো এভাবে। হয়তো তাকে ভুলতে পারবো না। কারন, যাকে জীবনের চাইতে বেশী ভালোবেসেছি, তাকে কি আর চাইলেই ভুলে থাকা যায়? তবে তাকে ভুলে থাকার অভিনয় করতেতো দোষ নাই। এখন থেকে নাহয় অভিনয়ের শুরুটায় করি।
-এম এন উদ্দিন
বিষয়: সাহিত্য
১৪০০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন