আমার ভুল স্বীকারঃ মেধাবিকাশ আপনার কাছে ক্ষমাপার্থী
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ১৮ জানুয়ারি, ২০১৪, ০৮:৩২:৪৪ সকাল
পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা লেখা দেয়ার পর মেধাবিকাশ ঐটার বিরুদ্ধে কমেন্ট করেছিলেন, যা ছিল মুলত স্যাটায়ার। আমি এইটাকে প্রকৃতপক্ষে বিরোধিতা মনে করে ব্লগে দেশাদ্রোহিদের রাজত্ব শিরোনামে একটা লেখা পোষ্ট করেছি। পরে অবশ্যই কিছু ভাই আমাকে শুধরে দিয়েছেন। তবু আমি মেধাবিকাশের কমেন্ট আশা করছিলাম, কিন্তু, উনার কমেন্ট পাইনি। মেধাবিকাশের কমেন্টটা স্যাটায়ার মনে হলেও উনার কোন লেখা না পেয়ে প্রকৃতপক্ষে আমার লেখার বিরোধি ভেবেছি। যার অন্যতম কারন হচ্ছে, আমি উনাকে নৃ-গুষ্ঠি ভেবেছি। কারন, নৃ-গুষ্ঠিদের অনেকের নাম আছে আলো বিকাশ চাকমা। সেই দিক থেকে আমি উনাকে নৃ-গুষ্ঠি ভেবেছি। প্রকৃতপক্ষে মেধাবিকাশ অর্থবোধক একটি ছদ্মনাম টা ব্লগে দেশাদ্রোহিদের রাজত্ব এই শিরোনামের পোষ্টটিতে বিভিন্নভাইদের মন্তব্যের কারনে বুঝতে পেরেছি। তবুও তিনি যদি সেখানে সরাসরি মন্তব্য করতেন তাহলে ভুল ধারনাটা সম্পূর্ণভাবে চলে যেতো। যাইহোক, মানুষমাত্রই ভুল হয়। আমিও আমার ভুল স্বীকার করে নিলাম। একই সাথে আমি মেধাবিকাশের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি মেধাবিকাশ আমাকে ক্ষমা করবেন।
বিষয়: রাজনীতি
১২২৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লা
আর এই ব্লগের মেধাবী ব্লগার রেহনুমা বিনত আনিস এর স্বামি মেধাবিকাশ চট্রগ্রামের লোক, তিনি কানাড়ায় আছেন সপরিবারে । যারা ইসলামকে বাস্তব জিবনে মেনে চলে তাদেরই একজন মেধাবিকাশ ও তাহার পরিবার। আমি ব্যাত্তিগত ভাবে ওনাদেরকে চিনি না তাদের লেখার বক্ত হিসাবে চিনি ।
লিংক দিলাম http://www.bdtomorrow.org/blog/blogdetail/bloglist/3047/rehnuma
লেখা যেন থেমে না যাই।
াযাজাকাল্লাহ খায়ের
মন্তব্য করতে লগইন করুন