সার্বিক বিবেচনা
লিখেছেন লিখেছেন সিমানা ১৮ জানুয়ারি, ২০১৪, ০৯:৫২:১১ সকাল
বিচার বিবেচনা যখন লোপ পায় তখন মানুষ অন্যায়ের পথ ধরেই শান্তি খুঁজে নেয়, খুঁজে নিয়েছে, আর ভবিষ্যতেও এমনটায় হবে, ব্যাপারটা কারো অজানা নয়। অবশ্য সে শান্তি কখনোই চোখ বন্ধ করা প্রশান্তির মতো হয়ে ওঠেনা, উঠতে পারেনা। প্রশান্তি অনুভুত হয় অন্তরের অন্তস্থল থেকে। অন্যায় কারীরা কখনই এ প্রশান্তিকে উপলব্ধি করতে পারেনা, তাদের লক্ষই হয় পদে পদে অন্যায় করা অন্যায়কে প্রশ্রয় দেয়া। ভালো মানুষদেরকে উত্তক্ত করা তাদের স্বভাব, অনেকটা ইভটিজিং এর মতো, রাস্তা দিয়ে কোন মেয়ে যাচ্ছে, হঠাৎ করে বেসুরো গলায় গান ধরা
তোমায় দেখলে মনে হয়......... গান গাইবার সমই তার হয়তো আনন্দই লাগে, কিন্তু সেটা ঠিক পেয়ে যাবার মতো প্রশান্তির নয়।
বিষয়: বিবিধ
১১২০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন