ফ্যাকাশে............

লিখেছেন লিখেছেন সিমানা ৩১ মে, ২০১৪, ১০:১৮:৫৪ সকাল



জানি, সেই সুপ্রভাতে

সূর্যের হাসি দেখে

অপ্রস্তুত আমি অট্টহাসিতে মূর্ছা গেলাম!

চারিদিকে মৃত্যুর মৌনতা, অনেক কিছু জানিয়ে দিয়েছিলো।

অনেক পথ, অনেক মত, সেদিন তোমাদের চোখে,

বৃষ্টির ফোঁটা ফোঁটা জল আমায় শান্ত করেছিলো!!

কখনো বিরোধ বিজয়ের স্বপ্নে বিভোর থেকেছো,

জীবনের শেষ আছে, একথা ভাবোনি কখনোই

অগণিত মিথ্যার মুখে জলাঞ্জলি দিয়েছো আদর্শের সবটা!

মলিন হয়ে ঐ দুর আকাশে শূন্য দৃষ্টিতে প্রশ্ন রেখেছিলাম............

আমি আজও সে সবের উত্তর খুঁজে পাইনি!

একটা সফলতাতো কম কষ্টে অর্জিত হয়না,

বিবর্ণ সবকিছুকে বর্ণময় করে তোলার দায়িত্ব কী

একা পালন করা যায় বলো?

সহিংসতার সব দেয়াল ভেদ করে,

একাকী কখনো অহিংস হওয়া যায় বলো?

তাই আমি নিশ্চুপ থেকে যাই,

দীর্ঘকাল ধরে শুধু সবকিছু দেখেই চলেছি,

আমি কখনোই চেষ্টার কমতি রাখিনি,

ধুলিমলিন সম্পর্কের ভীতকে রং দেয়ার চেষ্টায় বহুদিন কেঁদেছি!!

তবে একদিন খুব দুরে চলে যাব,

তোমাদের চেহারা খানিকটা মলিনতো হবেই!

তোমরা অনেক, আর আমি সেই একা,

মাঝে মাঝে শব্দের তুলি দিয়ে তোমাদের চেহারাগুলো আঁকি,

সে আঁকার মাঝে কোন বিরোধ থাকেনা, ঈর্ষা থাকেনা,

তোমরা আর আমি মিলে হয়ে যায় এক নিদর্শনের বার্তাবাহক!

সগর্বে উচ্চারণ করি, আমরা সহোদর, আমাদের পথচলা একই সত্যের দিকে,

যার শেষ মঞ্জিলে আনন্দের ফল্গুধারা!

বিষয়: সাহিত্য

১৩৩২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228594
৩১ মে ২০১৪ সকাল ১১:১৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অন্নেক ভালো লাগলো , চিন্তার খোরাক পেলাম Good Luck Good Luck যাজাকাল্লাহু খাইর। Rose Rose Good Luck Good Luck Rose Rose ব্যস্ত, তবুও লগইন না করে পারলাম না, শুধু আপনার এই পোস্টে কমেন্ট করার জন্য!
৩১ মে ২০১৪ দুপুর ১২:৫৬
175331
সিমানা লিখেছেন : খুব সুন্দর এই মন্তব্যের জন্য জাজাকাল্লাহ! আপনার ব্যাস্ততা কমে যাক সেই দোয়া করছি, ফি আমানিল্লাহ!
228602
৩১ মে ২০১৪ সকাল ১১:৪৭
আব্দুল গাফফার লিখেছেন : লাইক, Rose অনেক ধন্যবাদ
৩১ মে ২০১৪ দুপুর ১২:৫৭
175332
সিমানা লিখেছেন : ধন্যবাদ আপনাকেও। আপনার প্রোফাইল পিকটা খুব কিউট।
228611
৩১ মে ২০১৪ দুপুর ১২:০৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩১ মে ২০১৪ দুপুর ১২:৫৭
175333
সিমানা লিখেছেন : অনেক ধন্যবাদ।
228616
৩১ মে ২০১৪ দুপুর ১২:১১
সন্ধাতারা লিখেছেন : Awesome in a word!!!
৩১ মে ২০১৪ দুপুর ০১:২২
175340
সিমানা লিখেছেন : থ্যাঙ্কস!
228701
৩১ মে ২০১৪ বিকাল ০৪:০৩
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সগর্বে উচ্চারণ করি, আমরা সহোদর, আমাদের পথচলা একই সত্যের দিকে,
যার শেষ মঞ্জিলে আনন্দের ফল্গুধারা!

জানি না এই ফল্গুধারা কয়জনের ভাগ্যে জুটবে। যে পাপে লিপ্ত আছি নিয়ত। Sad
৩১ মে ২০১৪ বিকাল ০৫:৫৫
175411
সিমানা লিখেছেন : Praying Praying পাপ থেকে মুক্তি পেতে দোয়ার চেয়ে বড় কিছু নেই, নিজের জন্য দোয়া অন্যদের জন্যও
228730
৩১ মে ২০১৪ বিকাল ০৫:২৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩১ মে ২০১৪ বিকাল ০৫:৫৪
175410
সিমানা লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File