কলম হারিয়েছে লিখতে পারছি না...
লিখেছেন লিখেছেন অনন্যা ১২ মার্চ, ২০১৪, ১২:৫১:১২ দুপুর
কলম হারিয়েছে লিখতে পারছি না
খাতাটা যে কই বলতে পারছি না
বইয়ের সন্ধানটা দিতে পার কেউ
কি জানি হলাম কোন আত্মভোলার বউ।
মাথাটা কিছুটা হয়েছে খারাপ
না জানি কার সাথে কি যেন হয়েছে আলাপ
ব্লগে বসে তাই বুঝি করছি ওলট পালট
জীবনটা বড় বেশি চলছে গলদ...
বিষয়: সাহিত্য
১০০৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হারিয়ে ---------
হারিয়ে যায় সব
কালের আবর্তে হারিয়ে যায় দাগ
মনের কোনে ধুলি প্রলেপ
ভুলিয়ে দেয় সব ।
আপনার জন্য
মন্তব্য করতে লগইন করুন