বিশ্বায়নের গন্তব্য কোথায়?
লিখেছেন লিখেছেন মুিজব িবন আদম ১২ মার্চ, ২০১৪, ১২:৪৯:৫৮ দুপুর
গত দুই দশক ধরে সমাজ বিজ্ঞানী ও অর্থনীতিবিদগণ বিশ্বায়নের টর্নেডো, সাইক্লন, হারিকেন ইত্যাদি এবং এর প্রভাব বলে আসছেন। কিন্তু বিশ্বায়নের শেষ যে কোথায় তা আজও বুঝা গেল না। বরং পৃথিবী এখন Globalization এর সাইড ইফেক্ট হিসেবে মনোপলি অর্থনীতির দ্বারপ্রান্তে। এ অবস্থায় মাল্টিন্যাশনাল কোম্পনীগুলো Acquisition বা Merging এর মাধ্যমে Integrated হয়ে গ্লোবালাইজড কোম্পানীতে পরিনত হচ্ছে। সেই সাথে গায়েব হয়ে যাচ্ছে ছোট ছোট কোম্পানীগুলো। গ্লোবাল ধনতন্ত্রের এ অবস্থার কোন শুভ পরিনতি দৃশ্যমান হচ্ছে না। অর্থনীতিবিদগণ ধনতন্ত্রে যে প্রতিযোগীতামূলক মার্কেট ডিনামিক্স তত্ত্ব দিতেন, সে হিসেবেও এখন গড়মিল দেখতে পাওয়া যাচ্ছে।
অতএব, এর আল্টিমেট গন্তব্য কোথায়?
বিষয়: বিবিধ
১৭১৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক্সাটলি রাইট।
মন্তব্য করতে লগইন করুন