আম খাওয়াটাই মুখ্য, জ্যৈষ্ঠ মাস নয়। Happy

লিখেছেন লিখেছেন তাবাসসুম তাহরিমা ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:১৮:০৭ সকাল

★●★ আপনার মনে অনেক ভাবাবেগ, অনেক ভালোবাসা ! Happy

এতো আবেগ ও ভালোবাসা অর্পনের জন্য যোগ্য পাত্র/পাত্রী খুজে পাচ্ছেন না !

বলেন কি? Surprised :P

★●★ আর ভালোবাসা অর্পনের জন্য বিধর্মীদের অনুসরণ ও অনুকরণে নির্দিষ্ট কোনো মাসের নির্দিষ্ট কোনো তারিখ খোজার দরকার-টাই বা কি ! Surprised

আম খাওয়াটাই তো মুখ্য, জ্যৈষ্ঠ মাস নয়। ঠিক নয় কি? Happy

সারা বছর জুড়ে ইচ্ছে মতো ভালোবাসার সুযোগ থাকতে কেনো ১৪ই ফেব্রুয়ারী নামক মরীচিকার পেছনে ছুটছেন ! Surprised

✔ প্রথমেই হৃদয় উজাড় করে আপনার ভালোবাসা দিয়ে জন্ম-দাত্রী মায়ের এবং জন্ম-দাতা পিতার চরণযুগল সিক্ত করে দিন। আপনার নিবেদিত ভালোবাসা বহুগুণ হয়ে আপনার জন্য ফিরে আসবে দুনিয়ায় ও আখিরাতে।

✔ অন্তর দিয়ে ভালোবাসুন আপনার পরিবারের অন্যান্য সকলকে। ভালোবাসুন রক্তের সম্পর্কের সকল স্বজনকে। ভালোবাসুন আপনার ভালো বন্ধুদেরকে।

★●★ ভালোবাসাকে প্রেমিকসুলভ প্রেমের পরিণতি দিতে চান? বেশ তো। Happy

✔ বিয়ের বয়স না হয়ে থাকলে আল্লাহ-ভীতি দিয়ে নিজের ভাবাবেগ ও মোহ-কে নিয়ন্ত্রণ করুন।

✔ বিয়ের বয়স হয়ে থাকলে, পরিবারের অভিভাবকদের সম্মতিক্রমে বিয়ে করে আপনার শরিয়ত-সম্মত স্বামী/স্ত্রী-কে মন উজাড় করে ভালোবাসুন। সে ভালোবাসায় আল্লাহর রহমতও জুটবে।

ফি আমানিল্লাহ।

বিষয়: বিবিধ

৯৩১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176865
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:২৭
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : বাহ ! দারুন লিখেছেনতো ।
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২৫
130054
তাবাসসুম তাহরিমা লিখেছেন : ধন্যবাদ।
176870
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১১
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : হা হা মজে পেলূম-
আমার জণ্য একটা পাত্রি দেখুন০ চুক চুক
176875
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২৬
তাবাসসুম তাহরিমা লিখেছেন : একবিংশ শতাব্দীতে নিজের ঢাক নিজেকেই পেটাতে হয়। Tongue
176895
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একদিন ভালবাসার জন্য। বাকি দিনগুলি কেবল ঘৃনা আর উপেক্ষার জন্য!
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৪
130067
তাবাসসুম তাহরিমা লিখেছেন : ঠিক বলেছেন।
176919
১৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৮
দুষ্টু পোলা লিখেছেন : Love Struck Love Struck Love Struck
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫১
130271
তাবাসসুম তাহরিমা লিখেছেন : Happy
177176
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:০১
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার পোস্ট। ধন্যবাদ Thumbs Up Rose Rose Rose
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩১
130573
তাবাসসুম তাহরিমা লিখেছেন : পড়ার ও প্রশংসার জন্য আপনাকেও ধন্যবাদ, আপু। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File