এই বৃত্ত থেকে বের হয়ে আসতেই হবে
লিখেছেন লিখেছেন কিছু ০৫ নভেম্বর, ২০১৩, ০৬:০৫:০৯ সন্ধ্যা
জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায় সর্বাগ্রে সরকারের। তবে এ ক্ষেত্রে বিরোধী দলের দায়ও কম নয়। সবাইকেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, সার্বিক স্বার্থ ও প্রয়োজনে হতে হবে নমনীয়। আমরা আশা করি, উভয় পক্ষই অনমনীয়তার দেয়াল ভেঙে অচিরেই সংলাপের আয়োজনে উদ্যোগী হবে এবং আলোচনার টেবিল থেকেই বের করে নিয়ে আসবে বিদ্যমান সমস্যা-সংকটের সমাধান সূত্র। রাজনৈতিক সমঝোতা ভিন্ন গত্যন্তর নেই। সংকট যেহেতু রাজনৈতিক কারণে সৃষ্ট, সেহেতু এর সমাধানও করতে হবে রাজনৈতিক পন্থায়ই। মনে রাখা দরকার, গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার সঙ্গে সহিংস হরতাল সাংঘর্ষিক। আর গণতান্ত্রিক দর্শনের সঙ্গে যা সাংঘার্ষিক তা আমাদের সংবিধানের মূল চেতনার সঙ্গেও সাংঘর্ষিক। এই বৃত্ত থেকে বের হয়ে আসতেই হবে।
বিষয়: রাজনীতি
৮৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন