খালেদা জিয়াকে বলতে হবে ক্ষমতায় গেলে কি করবেন ?
লিখেছেন লিখেছেন কিছু ১০ নভেম্বর, ২০১৩, ০৬:৪৩:৩১ সন্ধ্যা
৯০ সালে এরশাদ পতনের পর বিএনপি-আওয়ামীলীগসহ সকল দল এক হয়ে নিবার্চনকালীন ৯০ দিনের সরকার ব্যবস্থা তৈরী করেছিল। ওই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর ৯০ দিনের সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচন দেয়। আমরা সবাই জানি, ১৯৯৬ সালের সেই ১৫ ফেব্রুয়ারী যে নির্বাচন হয়েছিল তার শাসন ব্যবস্থা স্থায়ী হয় না। আওয়ামীলীগ সংগ্রাম করে আবার ৯০ দিনের সরকার ব্যবস্থা নিয়ে আসে। ১৯৯৬ সালের ওই নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় আসে । তারা ক্ষমতায় আসার পর আবার বিএনপি’র মতই ৯০ দিনের সরকার ব্যবস্থা নিয়ে টালবাহানা শুরু করেন। বিএনপি-জামায়াত এক হয়ে সংগ্রাম করে উদ্ধার করে ৯০ দিনের সরকার ব্যবস্থা। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামীলীগের পথে চলতে থাকে। যে কারণে ১/১১’র জন্ম হয়। এখন আওয়ামীলীগও একই পথে চলছে । বিএনপি ৯০ দিনের সরকার ব্যবস্থা নিয়ে আবার সংগ্রামে নেমেছে। আম-জনতা বিএনপি’র এই দাবীর সাথে একমত। তবে তার আগে বেগম জিয়াকে কথা দিতে হবে-এত সংগ্রাম, এত রক্ত দিয়ে ৯০ দিনের যে সরকার ব্যবস্থা ফিরে আনা হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে আগের মত আবার তো এ সরকার ব্যবস্থা বাতিল করে দিবে না ?
বিষয়: রাজনীতি
১১৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন