ওরা তো রাজনীতিবিদ নয়’ ওরা রাজনীতিজীবি

লিখেছেন লিখেছেন কিছু ২১ নভেম্বর, ২০১৩, ০৭:৩০:৪৪ সন্ধ্যা

আওয়ামীলীগ-বিএনপি’র নেতারা কি বাস্তবে দেশের বিদ্যামান সমস্যার সমাধান চায় ? আজ সেনা দপ্তরে বিএনপি’র মহা-সচিব’র সাথে প্রধানমন্ত্রীসহ আ’লীগ’র বাঘা বাঘা নেতাদের অনেক কথাই হয়েছে। তারা কি ওই সময় দেশের বর্তমান সমস্যা নিয়ে গুরুত্বের সাথে কোন কথা বলেছেন ? দুই’ পক্ষের যদি ইচ্ছা থাকতো আজ সেনা দপ্তর থেকেই একটি আলোর পথ দেখা দিত। ওরা মিটিং-মিছিলে লোক দেখানো বিশাল বিশাল কথা বলে কিন্তু এক জায়গায় মিলিত এনিয়ে আদৌ কথা বলে না। হয়তো বা অনেকেই বলবেন, জননেত্রী ও দেশনেত্রী’র অনুমতি ছাড়া ওসব নেতাদের এনিয়ে কথা বলার কোন সাহস নেই।ওরা তো রাজনীতিবিদ নয়’ ওরা রাজনীতিজীবি । কিছু করতে গিয়ে যদি পদ-পদবী চলে যায়, তখন কি করে খাবে ? তাই তারা ওসবের মাঝে নেই।

বিষয়: রাজনীতি

১১৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File