কোন দিকে হাটছে বাংলাদেশ।
লিখেছেন লিখেছেন তৌহিদ ২১ নভেম্বর, ২০১৩, ০৭:২৯:০০ সন্ধ্যা
১৯৫২ সালে যেমন সৃষ্টি হয়েছিল সালাম, বরকত, শফিক ও জব্বারসহ আরো অনেক বাংলাভাষাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা। তেমনি,১৯৭১ সালে সৃষ্টি হয়েছিল বাঙালি জাতির অস্তিকে টিকে রাখার জন্যে। যুদ্ধ আমি দেখেনি কিন্তু যুদ্ধের ইতিহাস শুনেছি এবং পড়েছি। সেদিন গণতন্তের জন্যে, স্বাধীনভাবে বাঁচার জন্যে, অধিকার আদায়ের জন্য বাঙালি জাতির অস্তিকে টিকে রাখার জন্য এ দেশের সাধারণ জনগণ যুদ্ধ করেছিল। আজকের এই অবস্থার জন্য নয়। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীনতা অর্জিত হলেও যার জন্য এদেশের জনগণ যুদ্ধ করেছিল তা আজোও প্রতিষ্ঠিত হয়নি ৪২ বছর। আমরা মুক্তিযুদ্ধের চেতনা বলি কিন্তু সে পথে হাটতে কেহ রাজি নই। যদি হাঁটতে যাই তাহলে পা ভাঙার আশায় সে পথ ছেড়ে দিই। কিন্তু ১৯৫২,১৯৭১ সালের যে সাধারণ জনগণ ছিল তাদের মত কেহই এখন নয় তারা দেশের জন্য ত্যাগ করেছিল তাদের জীবন কিন্তু আজকের এরা নিজেদের হাঙ্গরের মত পেট ও পরের জন্য ব্যস্ত। দূষিত রক্তে ভরে গেছে এদেশের পেটুক রাজনীতিবিদদের শরীর। যার আজ গনতন্ত্রের কথা বলে আমার মনে হয় তারা গনতন্ত্রের সংঞ্জা জানেন না। যারা অধিকারের কথা বলে তারা অধিকারের সংঞ্জা জানেন না। যারা শিক্ষিত বলে নিজেদের দাবি করে তারা শিক্ষার সংঞ্জা জানে কিনা আমার সন্দেহ হয় মনে হয় জানে না। যদি জানত তাহলে আজ ৪২ বছরে আমাদের দেশের এ পরিণতি হতো না। তারা আল্লাহরকে নাকি ভয় করেন কিন্তু মনে হয় পরকালের উপর তাদের বিশ্বাস নাই । আমরা জানি দুর্জন বিদ্বাণ হলেও পরিত্যাজ্য । আজ এই সব হাঙ্গরকে পরিত্যাগ করার সময় এসেছে। আসুন আমরা নাগরিক সমাজ তাদের পরিত্যাগ করি। বাংলার রাজনৈতিক দলেরা এ দেশের অন্তরায়।
বিষয়: রাজনীতি
১০৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন