কি দরকার ছিল এই বাক্য’টির জন্য এতকিছু’র

লিখেছেন লিখেছেন কিছু ১১ ডিসেম্বর, ২০১৩, ০৮:৩০:৪৩ রাত

তারানকো নামের জাতিসংঘের বড় কর্তা তার সফর শেষে বলেছেন, আশাবাদ দু’দলের মধ্যে সংলাপ চলবে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। উনি ৬ দিন সফর করে এই জিনিসটা বের করা ছাড়া আর কিছুই দিতে পারেন নাই । যা আমাদের কাছে অনেক পুরাতন একটা বাক্য। কি দরকার ছিল এই বাক্য’টির জন্য এতকিছু’র। যে আশায় বুক বেধেঁ ছিল বাংলাদেশে’র কতিপয় রাজনীতিজীবি। যারা বিদেশী শক্তিকে প্রভু মনে করেন। আজ তাদের কি হবে ? আজ একথা বলার অপেক্ষা রাখে না, কর্তা সাহেব সংকট সমাধানে আসেন নাই। উনি এসেছেন আমাদের রাজনীতিজীবিদের দূর্বল বিষয় গুলো দেখতে। পরবর্তীতে ওই দূর্বল বিষয় গুলোতে আঘাত করে তারা তাদের মার্কিনী স্বার্থকে হাসিল করবে।, আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট

বিষয়: রাজনীতি

১৪৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File