‘যারা এরশাদকে ‘পাগল’ বা ‘ছাগল’ বলে তারা নিজেই পাগল-ছাগল’
লিখেছেন লিখেছেন কিছু ০৩ ডিসেম্বর, ২০১৩, ০৩:১৬:৪০ দুপুর
এরশাদের কথা’র সাথে কাজের মিল না থাকলেও তিনি সিদ্ধান্ত নিতে কখন ভুল করেন নাই। এরশাদ অবস্থা দেখেই ব্যবস্থা নেয়। আগামীতেও তিনি সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। সর্বদলীয় মন্ত্রী সভায় যোগ দিয়ে যেমন এরশাদ ভুল করেন নাই। তেমনি আজ নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েও উনি উনার কাছে ভুল করেন নাই। আমি গত ১৮ নভেম্বর ‘টুডে ব্লগে’ একটি কলামে উল্লেখ্য করেছিলাম, এরশাদ কেবল খেলা শুরু করেছেন মাত্র। অপেক্ষা করুন দেখতে পাবেন, এরশাদের রাজনীতি’র রাজ খেলায় কত ধানে কত চাল। আজ যারা এরশাদকে গালি দিচ্ছেন-হয়তো তারাই একদিন বলেবেন এরশাদ ঠিক খেলাটাই খেলেছেন। এরশাদ প্রমান করবেন- রাজনীতিতে যেমন শেষ কথা নেই। তেমনি তার মত রাজনীতি’র খেলায়ারও নেই। এরশাদ আসলে কার ? তা তিনি নিজেই জানেন না। কারণ তিনি অবস্থা দেখেই ব্যবস্থা নিতে বেশ পছন্দ করেন। এরশাদ আজ সত্যি প্রমান করলেন, তিনি ‘১৮ দলীয় জোট’ বা ‘মহা জোট’ কার হবেন ? তা তিনি নিজেই জানেন না। আজ আমি জোর দিয়ে বলতে পারি, যারা এরশাদকে ‘পাগল’ বা ‘ছাগল’ বলে তারা নিজেই পাগল-ছাগল। হয়তো বা দুই জোটে’র অনেক বাঘা বাঘা নেতা বলবেন, এরশাদের মত ডিগবাজ’কে আমাদের জোটে আমরা নিবো না। আমি তাদের বলছি, আপনাদের জোট দুই’টি ক্ষমতায় যেতে ‘কুত্তা’র মত পাগল’ হয়ে গেছে। এরশাদকে আপনাদের জোটে যেতে হবে না। আপনারা এরশাদকে পা ধরে নিয়ে যাবেন। আমরা যে যত কথাই বলি না কেন, এখনো ভোটের রাজনীতি’তে ডিগবাজ এরশাদের জাতীয় পার্টি ও রাজাকার জামায়াত-শিবির’র একটি বিশাল অবস্থান রয়েছে।
বিষয়: রাজনীতি
১৩২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন