বাস্তবে তার আজ কোথায় থাকার কথা ছিল? নিশ্চয়ই কবরে! জান্নাতে! কাদের মোল্লার ফাঁসি বাস্তবে কি কপালে নেই? শহীদ কি কপালে নাই?
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ১১ ডিসেম্বর, ২০১৩, ০৯:৫৩:৩৩ রাত
হে রব তাকে তুমি শহীদ করো কিন্তু মিথ্যা অপবাদে নয়।
সিনেমা-নাটকে ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসার গল্প দেখেছি, কিন্তু এভাবে বাস্তবে তা দেখার সুযোগ আগে হয় নাই।
তাই আবার প্রমাণিত হল- মৃত্যুর ফয়সালা আসমানে হয়, টুকুর কাছে নয়।
তিনি আজ জান্নাতে থাকার কথা। কিন্তু সত্য কথা বলার জন্য, সত্য প্রকাশ করার জন্য মহান রব তাকে জীবিত রেখেছেন। তিনি আসলেই কোন অপরাধ করেননি। তার গোটা জীবনের রেকর্ড পর্যালোচনা করলে দেখা যায় তিনি অত্যন্ত সাধা সিধে জীবন যাপন করতেন।
বিষয়: বিবিধ
১০৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন