তুমি কি কখনো আমাকে নিয়ে স্বপ্নের জাল বোনো ??

লিখেছেন লিখেছেন কথার_খই ০৫ নভেম্বর, ২০১৩, ০৬:০৫:১০ সন্ধ্যা



অদ্ভুদ ভালোবাসার চাপ পড়েছে মনে

তোমার ছায়া মুখ ভাবনার তরে ,

আমি যেন ভুগছি একাকি

তোমার প্রেমের ভিষন জ্বরে।

অদ্ভুদ তুমি, অদ্ভুদ মায়া

একান্ত তোমার প্রতি,

তুমি কেন এমন ভেবেছি বলে

এতটা হলো এই মনের ক্ষতি।

কি এমন ঝর্ণা স্রোত

আছে তোমার ভিতর,

স্রোতে স্রোতে ভেঙ্গে দিচ্ছে

মনের কঠিন পাথর?

ভাবনার মোহ গুলো গুরছে একাকি

-গন্তব্যে সময়ের হাত ধরে,

সৃষ্টির অদ্ভুদ তরঙ্গ মিলে মিশে

একাকার হয়, জোড় হলে দূ’টি অন্তরে।

অন্তরের মিলন হয় খুশিতে

হয়ে গেলে আন্তরিক পছন্দ,

আন্তরের পছন্দ এসে ভেঙ্গে দেয়

মনের সব বাঁধা সব দৃধাদন্ধ।

তোমার হাসি মুখ খানি

এ মনে স্বপ্নের বুনে জাল,

মাঝে মাঝে ভাবি একা বসে

আমার স্বপ্নটা বিশাল।

স্বপ্ন সত্যি হোক বা না হোক

স্বপ্ন কিন্তু মজার এখনো !!

তুমি কখনো আমাকে নিয়ে

স্বপ্নের জাল বোনো ??

বিষয়: বিবিধ

১১৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File