অব্যাহতভাবে ঘটে চলা সড়ক দুর্ঘটনার পশ্চাৎ কারণগুলো অজানা নয়।

লিখেছেন লিখেছেন কিছু ০১ নভেম্বর, ২০১৩, ০৪:৫৪:২৪ বিকাল

অব্যাহতভাবে ঘটে চলা সড়ক দুর্ঘটনার পশ্চাৎ কারণগুলো অজানা নয়। অদক্ষ চালক, চালকের বেপরোয়া মনোভাব, ত্রুটিপূর্ণ যানবাহন, ট্রাফিক আইন না মানা, অতিরিক্ত যাত্রী বোঝাই মুখ্যত ইত্যাদি কারণে সড়ক দুর্ঘটনার হার বেড়ে চলেছে। কিন্তু দুর্ঘটনার সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অবশ্যই কমিয়ে আনা যায় বিজ্ঞানসম্মত পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের মাধ্যমে। অন্তত বহির্বিশ্বের সড়ক ব্যবস্থাপনা, সেখানকার সড়ক দুর্ঘটনার প্রকৃতি ও সংখ্যার সঙ্গে আমাদের দেশের দুর্ঘটনার তুলনা করলে তা মনে হয়। ইউরোপ-আমেরিকার সঙ্গে তুলনা করা অস্বাভাবিক মনে হলেও এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গেও যদি তুলনা করা হয়, তাহলে দেখা যাবে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। এক গবেষণা প্রতিবেদনে প্রকাশ, এই অঞ্চলের ১২টি দেশের মধ্যে একমাত্র সড়ক দুর্ঘটনায় এ দেশে প্রতি বছর কতজন নিহত হন তা নিয়ে মতভেদ থাকলেও এ হার যে অস্বাভাবিক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সড়ক-মহাসড়কে গাড়ি বাড়ার সঙ্গে সঙ্গে সঙ্গত কারণেই চালক ও সহকারীর সংখ্যাও বাড়ছে। কিন্তু তাদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা সেভাবে হয়নি। ফিটনেস সার্টিফিকেট দেয়া এবং যানবাহন পরিদর্শন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলদের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অদক্ষতাও সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে প্রতিষ্ঠিত।

বিষয়: বিবিধ

৮১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File