আমার মা

লিখেছেন লিখেছেন সায়েম খান ০১ নভেম্বর, ২০১৩, ০৫:০৭:০৬ বিকাল

হাঁসিমুখে সবকিছু সয়

সেই তো আমার মা,

যার মত আর আপন ভবে

কেউ তো হবেনা।

ছোট্ট বেলায় সবচে যখন

ছিলাম অসহায়,

যত্ন করে রেখেছেন মা

তার আঁচল তলায়।

গায়ের চামড়ায়

তার জুতা বানালেও

ঋন হবেনা শোধ,

তার মনে যে দুঃখ দেয়

কোন সে নির্বোধ?

পায়ের নিচে বেহেস্ত যে তার

সবাই জানি তা,

সবচে বেশি মমতাময়ী

সেই তো আমার মা।

************

এটি আমার মা'কে নিয়ে লেখা প্রথম কবিতা। এবং এই কবিতাটিই আমার প্রথম পুরস্কারপ্রাপ্ত কবিতা।

বিষয়: সাহিত্য

৮৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File