ফারাবী ভাইয়ের মুক্তি চাই

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৩ মার্চ, ২০১৫, ১১:০৫:৩৮ সকাল



মুক্তি চাই , মুক্তি চাই

ফারাবী ভাইয়ের মুক্তি চাই।

এক ফারাবীকে গ্রেপ্তার করে

শত ফারাবীকে চায় থামাতে।

এক দফা এক দাবী

ফারাবীর মুক্তির দাবী।

ফারাবী ইসলামের পক্ষে

কলম ধরতো বলে,

নাস্তিক সরকার থামাতে

চাচ্ছে তাকে।

নাস্তিক অভিজিৎ

কুকুরের সমান,

তার জন্য কেন

ফারাবীর অপমান?

ইসলামকে যখন হেও করছিল

নাস্তিক অভিজিৎ কুত্তা ,

তখন কোথায় ছিলি হাসিনা

মারি তোর গালে জুতা।

তোর সোনার ছেলেরাই

কুপিয়ে মেরেছে অভিজিতকে,

মাঝখান থেকে ফাসাচ্ছিস

মোদের ফারাবীকে।

ফারাবীকে মুক্তি দে

যদি ভালো চাস,

তা না হলে কদিন পর

ঢুকবে তোদের পাছায় বাঁশ।

বিষয়: বিবিধ

১১৮৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307020
০৩ মার্চ ২০১৫ দুপুর ১২:৪০
অষ্টপ্রহর লিখেছেন : ফারাবি বেচারার পোড়া কপাল। নাস্তিক মইরলে হুদায় হুদায় তাঁরে ধরে।
০৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৬
248416
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হুম
307033
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:১৩
হতভাগা লিখেছেন : ফারাবী বিজ্ঞানমনষ্ক ব্লগার !?!?!?
০৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
248417
ইশতিয়াক আহমেদ লিখেছেন : জ্বি
০৪ মার্চ ২০১৫ সকাল ০৮:৩৯
248474
হতভাগা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Applause Applause Applause
307035
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:২৪
ইবনে আহমাদ লিখেছেন : আমরা ফারাবীর মুক্তি চাই। তবে আপনি যে ভাষায় লিখছেন সেগুলো একজন সত্যিকার দ্বীন পন্থী মানুষের ভাষা হতে পারে না।
আরো একমত যে - ফরাবী হারলে বাংলাদেশ হারবে।ধন্যবাদ।


০৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
248418
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হুম Good Luck Good Luck Good Luck Good Luck
307048
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:৪৮
কাহাফ লিখেছেন :
ফারাবীর মুক্তি প্রত্যেক বিবেকবান মানুষই চাইবে! আমরা মজলুম ফারাবীর নিঃশর্ত মুক্তি চাই!!
০৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
248419
ইশতিয়াক আহমেদ লিখেছেন : মুক্তি চাই!!
308330
১১ মার্চ ২০১৫ সকাল ১১:৫৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ফারাবী ভাইকে ব্যক্তিগতভাবে চিনি অনেক আগে থেকে। তার চিন্তাচেতনা-যুক্তি সত্যিকার অর্থে অসাধারণ। তার লেখার জন্য সোনার বাংলাদেশ ব্লগটাই সরকার বন্ধ করে দিল। আমার অনেক লেখা ছিল এসবিতে যেগুলোর কোন কম্পিউটার কপি আমার কাছে ছিলনা। তার কিছু দোষও ছিল ফেসবুকে তার ফ্রেন্ডলিস্ট বা ফলোয়ারে থাকা মেয়েদেরকে কয়দিন পর পরই তিনি প্রেম প্রস্তাব দিতেন। এমনকি আমার বড় বোনও বাদ যায়নি। এটা সে কেন করতো জানিনা। টাকা চাওয়ার ব্যাপারটি কিছুটা যৌক্তিক ছিল হয়ত। যাইহোক ভাল-খারাপ মিলিয়ে মানুষ। আসলে ব্যাপারটি পুরোটাই রাজনৈতিক মারপ্যাচ। ৩-৪ স্তরের পুলিশি নিরাপত্তা ডিঙ্গিয়ে একজন মানুষকে হত্যা করে হত্যাকারীরা পালিয়েও গেল, কেউ দেখলোনা। পুলিশ তাকে হাসপাতালে নিতে গড়িমসি করছিল এসবেই প্রমাণ হয় ব্যাপারটি জাস্ট ড্রামা। আর ফারাবী যেহেতু সহজ শিকার কাজেই তাকে জেলে ঢুকিয়ে দিলেই তো পাবলিককে আমবুঝ দেয়া যাবে। এটাই হল ব্যাপার।
১২ মার্চ ২০১৫ সকাল ১০:৫৮
249539
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হুম.....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File