আমি দেশদ্রোহী নই, আমি কুলাঙ্গার সরকার দ্নোহী
লিখেছেন লিখেছেন বিদ্রোহী চাচা ০৩ মার্চ, ২০১৫, ১১:৫৩:২৯ সকাল
আমি দেশদ্র্রোহী হতে চাইনী বা হইতে চাইও
না।
আমি দেশের সব কালো মানুষের
বিরুদ্ধে অবস্থান নিয়েছি ।
কালো মানুষ বলতে চেহারা কালো মানুষ
নয়।
কারন আমার চেহারাটাও কালো ।
এই কালো মানুষ হচ্ছে তারা, যারা দেশের
মানুষের রক্ত নিয়ে হলি খেলা খেলছে।
যারা দেশের মানুষের
টাকা দিয়ে গুলশানে বাড়ি বানাচ্ছে,
ফ্লাট কিনছে।
কালো মানুষ তারাই , যারা দেশে অহরহ
দুর্নীতি করে রাজার হালতে আছে।
আর দেশের অর্থ নীতিকে পঙ্গু করছে।
তাইতো দেশ স্বাধীনতার এত বছর পরেও দেশ
দরিদ্রতার মধ্যে হাবুডুবু খাচ্ছে।
আর এই অপরাধগুলোকে আমরা যখন প্রকাশ
করি,
তখন আমরা হই দেশদ্র্রোহী।
আর তারা দেশের সম্পদ এত
চুরি,ডাকাতি করেও হয় দেশপ্রেমিক।
তাই আজ আমি দেশপ্রেমিক এর
সঙ্গা ভুলে গেছি।
আজ আমি দেশদ্রোহীতার সঙ্গা ভূলার পথে।
জানিনা আপনেরা ভূলে গেছেন কিনা?
বিষয়: বিবিধ
৮৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন