এক হও মুসলমান,রুখ নাস্তিক-বেঈমান ==========================
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ৩১ মে, ২০১৪, ০৮:৫৮:৪৮ রাত
মুমিন ঝিমালো শান্তি ফুরালো
বর্গী এলো দেশে
সেনা টহলে রইলে সধা
জঙ্গী এলো কিসে-?
ইহুদী-খৃষ্টান বৈষম্য শাষন
ভাঙ্গলো সুখের বাধ
জাগো মুজাহিদ রাঙ্গাচোখে
ওদের হঠাও জঙ্গী ফাঁদ।
আকাশ পথের উড়োজাহাজে
ছুড়লো বোমার ত্রাণ
ঐসে বোমার আঘাত এসে
ঝরছে লাখো মুমিনের প্রাণ।
ওরা সেবার নামে বসলো জুড়ে
রং বেরংয়ের ছলে
করছে সেবা মারছে থাবা
নিচ্ছে মোদের জেলে।
তাই ভিন্ন মিছিল মিটিং নয় আর
এক প্লাট ফর্মে এসে
রুখতে বাতিল দাঁড়াও হে মুসলিম
মুজাহেদীনের পাশে।
বিষয়: সাহিত্য
১২৫৬ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিয়াঁ আপনে নামছেন কোইত্থেকে? ঐক্যের গান শুনাবেন না। এমনিতেই হাসতে হাসতে পেঠের নাড়িভূমি সব কাঁচা হইয়া গেছে।
আমি জানি আমি কিছুই না । ঠিকই বলছেন আমি কোথা থেকে আইছি ঐক্যের গান শোনানোর জন্য
আপনার মত সবাই যদি নিরাশ হয়ে যায় তাহলে এদেশে ইসলাম এখনো যা আছে তা যেতে সময়ের ব্যাপার মাত্র।
চেষ্টা করুন ইনশাল্লাহ সফল হবেন।
না হলে ইসলামকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন