ইচ্ছাশক্তি স্বাধীনতা
লিখেছেন লিখেছেন খায়রুল ইসলাম ৩১ মে, ২০১৪, ০৮:২২:০৩ রাত
একটি পরিপূর্ণ জীবন বিধানের মধ্যে আমাদের অবস্থান করা সত্যেও সেই উপলব্ধি আমাদের হৃদয়ে নাড়া দেয় না। আমরা সাধারণত অন্যান ধর্মের মত করে মিলিয়ে নেই শান্তির ধর্ম ইসলামকে। এর কারন হিসাবে বলতে পারি এটা আমাদের একটা অজ্ঞতা আর সঠিক উপলব্ধির অভাব। আমাদের সমাজে সাধারনত আমরা ইসলাম কে একটি আনুষ্ঠানিক ধর্ম মনে করে থাকে । মনে করা হয়ে থাকে এটা পূর্বপুরুষের রেখে যাওয়া সংস্কৃতি।
শান্তির ধর্ম, মুক্তির ধর্ম এবং একটি পরিপূর্ণ জীবন বিধানের ই্সলাম সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গী যদি এমনটা হয়ে থাকে তাহলে মানুষ আর অপরাপর জীবের মধ্যে পার্থক্য কিভাবে নিরূপণ করা যেতে পারে ?
ইসলাম কে দুনিয়ার সকল ধর্ম হতে পৃথক করতে না পারাই ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারনেই । আর এই অজ্ঞতার কারনেই আমাদের কে বাচ্ছা পাওয়ার জন্যে মাজার শরীফে ধর্না দিতে হয়। ইসলামের আসল দৃষ্টিভঙ্গি যে সমাজ ব্যবস্তায় বিদ্যমান নেই সেই সমাজের মানুষেরা বাচ্ছ পাওয়ার জন্য গাজা বাবার দরবারে ধর্না দেয় । টুপি , পাঞ্জাবী, মিসওয়াক, আতর আর গোলাপ পানির সমাহার যে ইসলাম নয় এমন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে না পারলে ইসলামকে স্রেফ ততাকতিত অন্যান ধর্মের মতোই মনে হবে । বিবেকের দরোজায় ইসলামের চাবী প্রবেশ করাতে হবে আর তাতেই চিন্তার রাজ্যে ব্যাপক বিপ্লব সাধন সম্ভব হবে। আপনার আমার সকলের আসতে পারে দৃষ্টিভঙ্গির ব্যপক পরিবর্তন ।
কারন
"ইসলাম এমন একটি মাস্টার কী, জীবন সমস্যার যে তালাতে ইহা প্রবেশ করাবেন চট করে খুলে যাবে"
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমান ইচ্ছা শক্তির অধিকারি বানিয়েছেন। যেহেতু আমাদের ইচ্ছাশক্তি কে আমাদের নিজের মত করে যে কোন কর্মধারায় নিয়োজিত করতে পারি। গ্রহন করতে পারি যে কোন সিদ্ধান্ত কিন্তু মনে রাখতে হবে আমার আপনার গৃহীত কর্মপন্থা বিচারের মাপকাঠিতে চূড়ান্ত গণ্য হতে হবে ।
বিষয়: বিবিধ
১২৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন