মানবতার চির শত্রু
লিখেছেন লিখেছেন খায়রুল ইসলাম ২১ জুন, ২০১৪, ০২:৪৯:৫৫ দুপুর
তোরা কুত্তা, অমানুষ, অসভ্য,
শুকরের জাত,
হিংস্র হায়েনার চেয়েও
বিষাক্ত তোদের দাত।
তোরা পৃথিবীর সেরা বেয়াদব,
নরাদম, খুনী, নরকের কীট, নরখাদক, ইবলিসের
যোনী।
তোরা দস্যু, কুষ্ঠ-কিমড়ি,
জানোয়ার মিত্র,
বিষ্ঠা, মল দুর্গন্ধ জীব, মাবতার
চির শত্রু। শিক্ষাঙ্গনের অভিশাপ, ছাত্র
নামের কলঙ্ক,
তোরা জঙ্গী, সন্ত্রাসী,
মানুষরূপী আতংক।
তোরা দুষন, দাজ্জাল-ভূষণ,
রক্তচোষা দল, তোরা দুষমন মানবতার, পতনের
মহাছল।
তোরা দুমুখো সাপ,
মুনাফিক,অন্ধকার গলি,
তোরা সিমারশুক্রু, জাতিধ্বংসের
চোরাবালি। মানবাধিকারকর্মী কোথা আজ
তোরা লুকিয়ে,
কচ্ছপ, কাপুরুষ, বদমাশ, হাস দাত
ফুলিয়ে।
রক্তের
স্রোতে ভেসে যাবে তোদের সিংহাসন,
পারবিনা বাঁচতে সেদিন, যতই
করিস যতন। উৎসর্গ: ঐ সব হায়েনার প্রতি,
যারা পুলিশ, শিক্ষক ও ছাত্রদের
সামনে আমাদের ভাই,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
ছাত্রনেতা রাসেলের
পা কেটে বুকের উপর গুলি করেছে।
কার্টেসিঃFacebook
বিষয়: বিবিধ
১৩০১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন