তৃষ্ণার্ত হৃদয়ে

লিখেছেন লিখেছেন খায়রুল ইসলাম ০২ জুন, ২০১৪, ০৭:২০:৩০ সন্ধ্যা

কোন এক গোধূলি লগ্নে বিদায় নেব

এই সোনালি সবুজ পৃথিবী হতে

সেদিন লোকালয়ে অথবা দীবালোকে

আশ্রয় নেব সবার অপলোকে

এক চিলতে মরুময়ে ।

খুঁজবে প্রিয়জনের দুটি আঁখি এধার ওধার।

হাতছানি দিয়ে ডাকবে

নিরবে নিভৃতে নিঃস্পন্দন মনে

নীলিমার আকাশে বেদনার সুর

তখন হয়ত বীণার মত

লহরি তুলবে কিছুদিন ।

সান্ত্বনা পেতে হয়তবা খুঁজবে

রেখে যাওয়া ন্যাপকিনের টুকরো স্মৃতি,

অনুভব করবে কল্পনাতে ।

ভুলতে দেরী হবে কিছুটা সময়

হয়তো ক্লান্ত মনে

স্বপ্নে বিভোর থাকবে একদিন।

পুড়িয়ে যাবে সবার প্রতিক্ষার পালা

ল্যাম্পপোস্ট হতে লাইট খসে পড়বে,

আমিও অন্ধকারে আলোর পথ খুঁজবো

কোনো এক শঙ্খচিল হয়ে তৃষ্ণার্ত হৃদয়ে

একবিন্দু ভালবাসা পেতে ।

বিষয়: বিবিধ

১১৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229734
০২ জুন ২০১৪ রাত ০৮:২৪
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
Rose Rose Rose
229742
০২ জুন ২০১৪ রাত ০৯:০০
ছিঁচকে চোর লিখেছেন : ওয়াও সো সুন্দর কবিতা। অপেক্ষা করতে থাকেন হয়তোবা কোন একদিন এসে ধরা দিবেই।
229763
০২ জুন ২০১৪ রাত ০৯:৫৮
পুস্পিতা লিখেছেন : মৃত্যুকে স্মরণ করে লিখা?!
229780
০২ জুন ২০১৪ রাত ১০:৫১
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File