ব্লগে চলছে পাঠক-খরা,মডু মামুদের কি কিছু করার নেই ?
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০২ জুন, ২০১৪, ০৭:০১:৫৬ সন্ধ্যা
মামু দিয়েই শুরু করি । কেননা এই মামুর মধ্যে অনেক মাহাত্য লুক্কায়িত আছে। দুটো মা মিলে এক মামা হয়। আর এই মামাকেই গ্রাম গন্জে মামু বলে । সাধারনত নিজের মায়ের আপন ভাইদেরকে কেও মামু বলে ডাকেনা,মামা'ই ডাকে এবং প্রয়োজনে আগে পিছে অনেক কিছু আদরমাখা শব্দ জুড়া লাগিয়েই মামা ডাকে। মামা আসলেই খুব মহব্বতের একটি যায়গা।
আপন মামা ছাড়া অন্য কাওকে মামা ডাকতে গেলে প্রায় সকলেই মামু'ই ডাকে । এই মামুটা আবার নানান রকম যায়গায় সচরাচর ব্যবহার করা হয় । অনেক সময় আপনি দেখবেন হোটেলে গিয়ে একটি চায়ের অর্ডার দেবেন, বলছেন মামু একটা চা দাও। বাসে উঠছেন, বাসের হেলপার বলতেছে মামু ভাড়াটা দেন বা আপনিও বলছেন মামু ভাড়া কত ? রিক্সা ডাকবেন,মামু অমুক যায়গায় যাবেন কি ?
তো এইভাবে ফ্রান্স সহ ইউরোপের অনেক শহরে যেখানে বাংলাদেশীরা ফুটপাতে ব্যবসা করে যাদেরকে হরহামেশা পুলিশের সাথে চুরপুলিশ খেলতে হয় তারা পুলিশকে মামু ডাকে । একটা গল্প বলি-
তারা মামা ভাগনা দুজন প্যারিসে বাস করত। একসময়ে মামা চলে গেলেন ইংল্যান্ডে। আর ভাগনা আগের মত সেই ফুটপাতের ব্যবসাই করে যাচ্ছেন।কিন্তু ব্যবসাটা আগেরমত লাভজনক হচ্ছেনা,প্রায়ই পুলিশ ধরে নিয়ে যায় ব্যবসার মালামাল সহ। ভাগনাকে ছেড়ে দিলেও মালামালতো আর ফেরত দেয়না ।তাই দিনদিন ব্যবসায় লোকসান হচ্ছে। একদিন তারা মা ফোন করে জিজ্ঞেস করলেন বাবা তুমি আর আগেরমত টাকাপয়সা দেওনা কেন ?
সে তার মাকে বলছে, মা যা ব্যবসা করি মামু নিয়ে যায় কিভাবে দেব ।
মা চিন্তা করলেন, আমার ভাইতো থাকে ইংল্যান্ডে সে কেন আমার ছেলের টাকাপয়সা নিয়ে যায়। তাকে জিজ্ঞেস করতে হবে। তিনি তার ভাইকে ফোন দিয়ে জানতে চাইলেন,তুমি কেন আমার ছেলের টাকাপয়সা সব নিয়ে নেও ?
প্রশ্ন শুনে মামারতো মাথা খারাপ । তিনি পাল্টা জিজ্ঞেস করলেন কে বলেছে আমি নিয়ে যাই ।
কেন আমার ছেলে বলেছে সে যে আয় ইনকাম করে সব মামু নিয়ে যায় । তো তুমি ছাড়া আমার কি আর কোন ভাই আছে।
ছেলের মায়ের কথা শুনে মামা সব বুঝতে পারলেন একোন মামু।
বলছিলাম মডু মামুদের কথা। মামুদের অনেক ক্ষমতা থাকে তাই আমি এখানে মডু মামু বলে আশা করি কোন অন্যায় করিনি ।
ব্লগটা কেন জানি ঝিমিয়ে পড়ছে। আগেরমত পাঠক,মন্তব্য ও মানসম্পন্ন লিখা অনেক কমে গেছে। ভাবতাম, আমি আর কি লিখি যে আমার লেখায় অনেক পাঠক হবে। তবুও একসময় ৩/৪ শত পাঠকের সাড়া মিলত। এখন তা হু-হু করে নিচে নেমে যাচ্ছে। অনেক ভালো ভালো লেখকের লেখায়ও উল্লেখযোগ্য পাঠক চোখে পড়েনা। দু'একটি ব্যাতিক্রম ছাড়া। আর লেখাগুলোও যেন কেমন কেমন একপেশে ।
ব্লগে ভিজিটর ভাড়ানোর জন্য কি মডু মামুদের কিছুই করার নেই । অনেক সময় দেখা যায় ৩/৪ দিন চলে যাচ্ছে নির্বাচিত পোষ্টে কোন লেখা নেই। কেন ঐ সময় কি কারো কোনো একটি লেখাও মানসম্পন্ন হয়নি ? আর যখন নির্বাচিত পোষ্টে কোনো লেখা দেয়া হয় তখন দেখা যায় একপেশে কিছু পোষ্ট দেয়া হয়েছে । কেন ব্যাতিক্রমি কোন পোষ্ট নির্বাচিত পোষ্টে দেয়া কি নিষিদ্ধ ? সুখ-দুঃখ,হাসি-কান্না, আনন্দ-বেদনা সব কিছুইতো এই ব্লগে লিখা হয়। লিখা হয় কবিতা,গল্প-উপন্যাস এমনকি রম্য রচনা। মাঝে মধ্যে ঐ পোষ্টগুলো থেকে কোন একটা লেখা নির্বাচিত পোষ্টে দিলে ব্লগের ভিজিটর বাড়বে বৈ কমবেনা। পাশাপাশি ব্লগের একপেশে নীতি দুর হবে, ব্লগে বৈচিত্রময়তা আসবে। আমরা চাই একটি প্রাণবন্ত ব্লগসাইট, একটি ব্যাতিক্রমি উন্মাদনা-বৈচিত্রময়তা।
তাই বলছিলাম কি ব্লগটাকে যদি জীবন্ত স্যারি প্রাণবন্ত রাখতে চান তাহলে_
) নিয়মিত একটি লেখাকে স্টিকি করুন।
) মাঝেমধ্যে নতুন ব্লগারদের অপেক্ষাকৃত ভালো লেখাটা স্টিকি করুন। আমরাতো ব্লগার, এখানে কেও লেখক হয়ে আসেনি। আপনাদের উৎসাহ অনুপ্রেরনা পেলে এখান থেকেই কেও হয়তো ভালো লেখক হয়ে যাবে।
) পোষ্ট স্টিকি করার ক্ষেত্রে পরিবর্তন আনুন। মাঝেমধ্যে হাসির কোন পোষ্ট স্টিকি করুন। মাঝেমধ্যে গল্প-কবিতা, মাঝেমধ্যে রম্য রচনা এবং আপনারা যা নিয়মিত ষ্টিকি করছেন তাও রাখুন। ধারাবাহিক লেখাও ষ্টিকি করতে পারেন মাঝেমধ্যে।
) শুধু মহিলা নিকের পোষ্ট স্টিকি না করে পুরুষ নিকের পোষ্টের দিকেও নজর দেয়া দরকার বলে মনে করি।নতুবা পুরুষরা মহিলা নিক দিয়ে লেখা শুরু করতে পারে।
) জানি আপনারা অনেক ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে ঠিকে আছেন,তাই এই কষ্টের স্বপ্নটাকে অবহেলা করে মরতে দেবেন না। এই স্বপ্নের সাথে আমাদের আরো অনেকের স্বপ্নও যে জড়িয়ে আছে।
সব শেষে আরেকটি কথা বলি, আমার এই পোষ্টখানাও ষ্টিকি করতে পারেন।জানি করবেন না,কেননা এখানে আপনাদের বিরুদ্ধে লেখা হয়েছে।
বিষয়: বিবিধ
১৬৪৭ বার পঠিত, ৫৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই ব্লগ আমাদের লেখালেখির অন্যতম বন্ধু তাই সেই বন্ধুকে প্রাণবন্ত রাখতে মডু মামুরা ও আপনার এই পোস্টার প্রতি নজর দেবেন বলে আশা করি ,,ধন্যবাদ
# আপনার অবজারভেশন সঠিক । দেখা যায়, যে মহিয়সীদের পোস্ট স্টিকি করা হয় তারা অন্যের পোস্টে খুব একটা কমেন্ট করেন না ।
আমরা এমন 'উদার' বলেই হয়ত আপনাদের লিখা অতদুর পৌঁছায় না।
উনাদের লিখা যে আসলেই ভালো মানের ও সবার কাছে গ্রহণযোগ্য তা ব্লগের আজকের দৈন্যদশা দেখলেই বুঝা যায়।
আমাদের অনেক উদার মনের পরিচয় দিতে হবে আর নিঃস্বার্থ হয়ে কমেন্টের আশা ছাড়াই লিখে যেতে হবে।
২, শুধু মহিলা নিকের পোষ্ট স্টিকি না করে পুরুষ নিকের পোষ্টের দিকেও নজর দেয়া দরকার বলে মনে করি।নতুবা পুরুষরা মহিলা নিক দিয়ে লেখা শুরু করতে পারে।
সহমত
খুব ভালো লাগ্লো...
সুন্দর পোস্ট ।
আশা রাখি সব ঠিক হয়ে যাবে ।
মডু মামারা আরো একটিভ হবে এই কামনাই করি ।
‘হাচা কথা কইলেরে ভাই
গোস্সা হয় কেউ কেউ
হাচা কথা মনের গাঙ্গে
দেয় বেদনার ঢেউ।’
বিজয় ইউনিজয় ফোনেটিক ইংরেজি
নাম: সুর্যের পাশে হারিকেন
মন্তব্য:
কুইক কমেন্টঃ
|| অন্নেক ভালো লাগলো যাজাকাল্লাহু খাইর। ||
কুইক কমেন্ট তৈরি করুন
কি ভাই দোয়ায় ছিলাম কি না ?
Like, comment hoile encourage hoi, tai bole je amon na hoile likha bondho kore kore dibe naki? Ami shob shomoi blog a thaki na. Olpo kichu amontron paile pori, comment kori. Beshi time paina, tai pora o comment kora hoina. Taibole ami kauke obohela korchi na.
Amader manoshikotar o bistor unnoti dorkar. Kichu pawar asha chara udar mone likhe jete hobe.
মন্তব্য করতে লগইন করুন