জাফ্রিকবাল ষাঁড় অভিনীত নাটক "প্রশ্নফাঁসের বিরুদ্ধে অনশন"-এর সফল মঞ্চায়ন অভিভূত শিক্ষামন্ত্রী আবেগের ঠেলায় ভাষাহীন
লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ৩১ মে, ২০১৪, ১০:০২:০৮ রাত
অনেক দিন ধরেই আলোচনার পাদপ্রদিপে আসছিলেন না অন্যতম খ্যাতনামা অভিনেতা জাফ্রিকবাল ষাঁড়। যদিও এর মধ্যে বেশ কয়েকবার ছাত্রীদের সাথে জলকেলি ও নর্তনকুর্দন অবস্থায় দৃশ্যমান হয়ে তিনি বেশ আলোচনায় এসেছিলেন। তথাপি এগুলোকে নিরস মৌলবাদী ছেলেপেলের প্রলাপ বকে উড়িয়ে দিয়েছেন। তাঁর মতে, "চুল মোচ সাদা হলে কী হবে, দিল তো এখনো যৌবন দ্রবনে দ্রবীভূত। এগুলো ঐ মৌলবাদী লবনহীন পোলাপান কী বুঝবে! ভালো পারফরম্যান্স ধরে রাখতে এমন প্র্যাকটিস চালিয়ে যেতে হয়।"
তবে এবার তাঁর নতুন নাটক মঞ্চস্থের মাধ্যমে তিনি আবারো নিজেকে কেন্দ্রবিন্দুতে আনতে সক্ষম হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৮টায় কেন্দ্রিয় শহীদ মিনারে প্রদর্শিত হয় তার "প্রশ্নফাঁসের বিরুদ্ধে অনশন" শীর্ষক নাটিকা। এতে তার সহ-অভিনেতার ভূমিকা পালন করেন তাঁর স্ত্রী ইয়াসমিন হক। এছাড়াও অতি আবেগি ছেলেপুলেরাও এতে অংশগ্রহন করায় এর রস আরো বেড়ে যায়। তিনি তার সংলাপে বলেন, ‘আমি বলেছিলাম, আমি এখানে একা একা বসে থাকব, কিন্তু এখানে এসে বুকটা ভরে গেছে। আমি দেখলাম, আমার সঙ্গে তরুণ প্রজন্ম আছে। তারা আমার আগে থেকেই আন্দোলন করার চেষ্টা করছে। আমি আন্দোলন করতে পারি না। আমি তাদের সাথে আছি।’
সংলাপের এক পর্যায়ে তিনি নাটকে প্রাণ সঞ্চার করতে স্বয়ং শিক্ষামন্ত্রীরও প্রবল সমালোচনা করেন। এতেই নাটকটি আরো দর্শন আকর্ষন করতে সক্ষম হয়। বেলা ১২.১৫ মিনিটে নাটক শেষ হলে দর্শক গন তৃপ্তির ঢেঁকুর তুলতে তুলতে বাড়ি ফেরেন।
এদিকে জাফ্রিকবাল ষাঁড়ের পারফরম্যান্সে যারপরনাই খুশি শিক্ষামন্ত্রীও। একই দিন বিকালে একটি অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেবার কালে শিক্ষামন্ত্রী কানে কানে বলে, "যা দেখাইলেন ভাই, এক্কেবারে অস্কার।" এতে জাফ্রিকবাল ষাঁড়ের চেহারায় আনন্দের হাসি ফুটে ওঠে।
(পুরাই কাল্পনিক, তবে বাস্তবিকতার সাথে মিল থাকলে, আমার কি? যার সাথে মিল আছে সেই বুঝুক)
বিষয়: বিবিধ
১৭০৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি কমু বুইঝা পাইতাছি না।
(একটু অশালিন ভাষা ব্যবহার করে ফেললাম, কিছু মনে করবেন না।)
উনি তো স্পেশাল, ওনার ক্ষেত্রে স্পেশাল কিছু হতেও পারে ) ) ) )
মনে রাখতে হবে , উনি ৭১ এ তরুন থাকা সত্ত্বেও যুদ্ধে যান নি
মন্তব্য করতে লগইন করুন