হবিগঞ্জে আমীরে হেফাজতের আগমণঃ
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৬ মে, ২০১৪, ০৬:৫৪:২৩ সন্ধ্যা
আগামী ২৮ শে মে '২০১৪, রোজ বুধবার,
জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর
হবিগঞ্জে শুভ পদার্পণ করতে যাচ্ছেন--
এদেশের লাখো-
কোটি তৌহীদবাদী গণ মানুষের
প্রাণের স্পন্দন, মুসলিম মিল্লাতের
আধ্যাত্মিক রাহবার, চরম রাম-বাম সহ
তাবৎ আধিপত্যবাদী ও নাস্তিক
মুরতাদদের মূর্তিমান বিভীষীকা আর
হাজারো উচ্ছল শহীদের তপ্ত
খুনরাঙ্গা বিপ্লবী সংগঠন--
হেফাজতে ইসলাম বাংলাদেশের
সর্বজন শ্রদ্ধেয় ও মান্যবর
আমীরে মুহতারাম--আল্লামা শাহ আহমদ
শফী (দাঃ বাঃ)।
হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত--
ঐতিহ্যবাহী এই জামিয়ার স্বনামধন্য
প্রিন্সিপাল উলামায়ে দেওবন্দের
উজ্জল নক্ষত্র--আল্লামা হাফিজ তাফাজ্জুল
হক্ব মুহাদ্দিসে হবিগঞ্জীর বিশেষ
আমন্ত্রণে~ মাত্রই কয়েক ঘন্টার
সফরে হযরাত হবিগঞ্জে আসছেন! বিকাল
৩ টায় জামিয়ার বিশাল উন্মুক্ত
ময়দানে--উপস্থিত সর্বস্তরের উলামা,
ছাত্র-জনতার উদ্দেশ্যে হযরাতের
অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইলমী ও
ইসলাহী বয়ান এবং দেশ-জাতি,
উম্মাহ'র শান্তি সমৃদ্ধির জন্যে--
বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে!
দেশ-জাতি ধর্মের এই ক্রান্তি লগ্নে--
উক্ত মোবারক মাহফিলে শরীক
হয়ে নতূন আশা নতূন প্রেরণা আর
এশকে রাসুলের চির ভাস্বর চেতনায়--
নিজ নিজ ঈমানকে শাণিত করার সাদর
আমন্ত্রণ রইলো!
বিষয়: বিবিধ
৮৬০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শফি সাহেব কি কপ্টার ইউজ করবেন ?
মন্তব্য করতে লগইন করুন