আমরা কি এই সস্তা চেতনা চেয়েছিলাম নাকি একটু বাঁচতে চেয়েছিলাম !!!
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৬ মে, ২০১৪, ০৬:৫২:০২ সন্ধ্যা
২৪ এপ্রিল ২০১৩ । ‘রানা প্লাজা’ ধস । মারা হয় (মাত্র) ১১৩৫ জন শ্রমিক। আহত হন আরও কয়েক শতাধিক। গত শুক্রবার ভবন ধসের ঘটনার ১৩ মাস পূর্ণ হয়েছে।
প্রয়োজনঃ ৩২০কোটি টাকা ।
জমাঃ ১৩৬ কোটি টাকা৷ এই টাকা রয়েছে রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফােন্ড
প্রদানঃ ১৪ কোটি ২০ লাখ টাকা৷ প্রত্যেক ক্ষতিগ্রস্ত পেয়েছেন মাত্র ৫০ হাজার টাকা ।
রানা প্লাজার পাঁচ কারখানায় পোশাক তৈরি করাত এমন ২৯ ব্র্যান্ডের মধ্যে এখনো অর্থ দেয়নি
১৫টি ।
আটকে আছে উদ্যোগ । কারণ-
১. ক্ষতিপূরণ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের কমিটি প্রতিবেদন দিলেও হাইকোর্ট এখনো কোনো সিদ্ধান্ত দেননি
২. প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া ১২৭ কোটি টাকার মধ্যে ব্যয় মাত্র ২২ কোটি ।
নিষ্ক্রিয় বিজিএমইএঃ
শ্রমিকদের বেতন, চিকিৎসা, পুনর্বাসন ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান বাবদ সাড়ে ১৪ কোটি ব্যয় করেই দায়িত্ব শেষ করেছে সংগঠনটি ।
সূত্র: জাতীয় সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজিএমইএ ও ওয়েবসাইট
বিষয়: বিবিধ
১০৩৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কারণে অকারণে আপনারা আদালত ও বিচারক অবমাননার "স্বপ্রনোদীত রুল" জারী করেন, এমন কি আপনাদের পবিত্র চেহারা পানে চক্ষু তুলিয়া তাকাইলেও।
আপনারা কি এই বিষয়ে দয়া -পরবশ হইয়া স্বপ্রনোদীত রুল জারী করিবেন?
(নাকি উল্টো আমাকে আদালতে তলব করিয়া সমন জারী করিবেন???)
বিষয়ঃ রানা প্লাজা ধ্বসে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া ১২৭ কোটি টাকার মধ্যে ব্যয় মাত্র ২২ কোটি ।
জানতে চাইঃ অবশিষ্ট ১০৫ কোটি টাকা কোথায় আছে???
কারণে অকারণে আপনারা আদালত ও বিচারক অবমাননার "স্বপ্রনোদীত রুল" জারী করেন, এমন কি আপনাদের পবিত্র চেহারা পানে চক্ষু তুলিয়া তাকাইলেও।
আপনারা কি এই বিষয়ে দয়া -পরবশ হইয়া স্বপ্রনোদীত রুল জারী করিবেন?
(নাকি উল্টো আমাকে আদালতে তলব করিয়া সমন জারী করিবেন???)
বিষয়ঃ রানা প্লাজা ধ্বসে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া ১২৭ কোটি টাকার মধ্যে ব্যয় মাত্র ২২ কোটি ।
জানতে চাইঃ অবশিষ্ট ১০৫ কোটি টাকা কোথায় আছে???
কারণে অকারণে আপনারা আদালত ও বিচারক অবমাননার "স্বপ্রনোদীত রুল" জারী করেন, এমন কি আপনাদের পবিত্র চেহারা পানে চক্ষু তুলিয়া তাকাইলেও।
আপনারা কি এই বিষয়ে দয়া -পরবশ হইয়া স্বপ্রনোদীত রুল জারী করিবেন?
(নাকি উল্টো আমাকে আদালতে তলব করিয়া সমন জারী করিবেন???)
বিষয়ঃ রানা প্লাজা ধ্বসে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া ১২৭ কোটি টাকার মধ্যে ব্যয় মাত্র ২২ কোটি ।
জানতে চাইঃ অবশিষ্ট ১০৫ কোটি টাকা কোথায় আছে???
জয় বাংলা
রানা কে সামলা।
জয় বাংলা
রানা কে সামলা।
মন্তব্য করতে লগইন করুন