ব্লগে আমার মন্তব্যের রেকর্ড
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৬ মে, ২০১৪, ০৬:৫৭:৩৪ সন্ধ্যা
একজন মানুষ তার মনের ভাব প্রকাশ করে কথার মাধ্যমে লিখার মাধ্যমে আবার কেউ ইশারায়। আমরা যারা ব্লগে আছি নিশ্চয় আমরা সবাই লিখার মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করি সেই প্রকাশে আমরা দুটি পদ্ধতি গ্রহণ করার সুযোগ পাই এক ,সরাসরি নিজে ব্লগে পোস্ট দিয়ে দুই,অন্যের পোস্টে মন্তব্য করে।
পোস্টের মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে যেমনটা ভালো লাগে তার চেয়ে অধিক ভালো লাগে অন্য ব্লগারের একটি মন্তব্য। মন্তব্য না পেলে ব্লগার তার লিখার সার্থকতা খোঁজে পায় না। সেটা আমি বুঝেছি নিজের মাধ্যমে তাছাড়া মন্তব্যের মাধ্যমে নিজের ভাবটা ও প্রকাশ হয়।
তাই আমি ব্লগে পোস্ট করি নিজের মনের ভাব প্রকাশ করতে ও মন্তব্য করি মনের ভাব প্রকাশ করতে এবং ব্লগারদের লিখতে উত্সাহ দেওয়ার জন্য ।
আজ ব্লগে আমার ৩০০০ হাজার এর অধিক মন্তব্যের একটি রেকর্ড হয়েছে।
আমার
ব্লগ পরিসংখ্যান
পোস্ট লিখেছেনঃ ২৫৩ টি
মন্তব্য করেছেনঃ ৩০০৬ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ৩১৭২ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ৬২৯৬৩ বার
ব্লগে আছেনঃ ১ বছর ৩ মাস ৩ দিন
বিষয়: বিবিধ
১৬৬১ বার পঠিত, ১০৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অভিনন্দন । হে মন্তব্য ব্যাংক ।অভিনন্দন ।
অনেক ধন্যবাদ
অনেক ধন্যবাদ
আপনার দুই পর্ব পরেছি মন্তব্য করতে পারিনি কাজের চাপে আগামীতে থাকব পাশে।
এত মন্তব্য করলেন আমার পোষ্টে তো মন্তব্য করলেন না।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
বললো বৎস্য ডাকলো ভাইয়া ?
বিষয়টা ন বুঝি ?
অনেক ধন্যবাদ
অনেক ধন্যবাদ হতবাগা ভাইয়া
ধন্যবাদ ছোটদা
আমার ১২৭ দিনের মন্তব্য ১০৪২ যার দৈনিক গড় ৮.২০টি
এ বিষয়ে কলম রাখার জন্য অনেক ধন্যবাদ
ঋদয় উযার্কড়া অ্যাত্তগুলা টসটসা অভিনন্দন আপনাকে! মহান আল্লাহ লক্ষ লক্ষ মন্তব্য করার তৌফিক দান করুন! আমীন...
ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ গ্রহণ করুন
ধন্যবাদ ভাইয়া।
মন্তব্য করেছেনঃ ৩৩২৯
টিপ্রতি মন্তব্য করেছেনঃ ২২০৮
টিব্লগ পঠিত হয়েছেঃ ৬১১৮৩ বার
ব্লগে আছেনঃ ১ বছর ৫ মাস ৫ দিন
সময়ের অভাবে এখন ব্লগে বসতে পারিনা তার পরেও যতটা সম্ভব পড়ার ও মন্তব্য করার চেষ্টা করি।
৩০০০ হাজারের মাইল ফলক স্পর্শ করায় আপনাকে শুভেচ্ছা।
অনেক অনেক অভিনন্দন রইলো।
একটা সময় ছিল যখন প্রচুর ব্লগিং (পোষ্ট,মন্তব্য,প্রতি মন্তব্য) করতাম। জ্ঞান অর্জন, হাসি তামাশা, দু:খ বেদনা সব প্রকাশ করতাম ব্লগে এখন আর হয়ে উঠে না। আগের মত সময় + মন মানুসিকতা দুটোরই অভাব।
তবে এখনো খুব ভালোবাসী ব্লগ ও ব্লগারদের বিশেষ করে এই ব্লগটিকে। কারণ ব্লগ আমাকে অনেক কিছু দিয়েছে।
অভিনন্দন শতবার!!!!!!!!!!!!!
মন্তব্য করতে লগইন করুন