সেই প্রিয় ভাইটি এখন হাসপাতালে...

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ২৬ মে, ২০১৪, ০৭:৩২:২৯ সন্ধ্যা



পুলিশ প্রহরায় হাসপাতালের বেডে শুয়ে থাকা যে ব্যাক্তিটিকে দেখছেন সে ভাইটির নাম আফজাল হোসেন যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক।

গত শনিবার রাত সাড়ে ৯ টার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন তালাইমারি এলাকা থেকে মোটরসাইকেলসহ আটক হলেও সে সময় আটকের বিষয়টি অস্বীকার করে মতিহার থানার হায়েনারুপী কিছু পুলিশ সদস্য।

তারপরে অতীতের ইতিহাসের পথ ধরে রবিবার রাতে তথাকথিত বন্দুক যুদ্ধ। ভাগ্যক্রমে আল্লাহর ইচ্ছায় বেচে গেলেও গ্রেপ্তারের পরে অমানবিক নির্যাতনের মাধ্যমে মাজা থেকে নিচের দিকে পুরোটাই থেতলে দেওয়া হয়েছে।

এইতো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা। আর কি বলার আছে !! যদি তাদের ভাই অথবা সন্তানদের ধরে এ রকম করা হতো তবে হয়তো বুঝতো বন্দুক যুদ্ধ কাকে বলে? কত প্রকার ও কি কি ?

কেউ যদি দেশের আইন বিরোধী কোন কাজে সম্পৃক্ত থাকে তবে অবশ্যই তার বিচার কামনা করি কিন্তু কেন বন্দুক যুদ্ধের নামে মানুষকে মারার পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে ?

কোথায় আমাদের মানবাধিকার কর্মীরা তাদের চোখে কি এই নিউজগুলো একটু সময়ের জন্যও নাড়া দেয়না ?

তাদের কি মনুষত্ব বলে কিছু নেই ?



ভাইটির সাথে আমার ২০০৯ সালে পরিচয় তিনি তখন শিবিরের রাবি শাখার স্কুল কার্যক্রম সম্পাদক ছিলেন। ইয়ুথ সামিট নামক একটি প্রোগ্রামে রাবি শাখা থেকে কিছু ভাইদের নিয়ে ট্রেনে একসাথেই যাচ্ছিলাম। তারপরে কয়েক বছর পেরিয়ে গেছে। ভাইকে দেখেছি মিছিল, সমাবেশ, জেলখানায় ইসলামী আন্দোলনের কর্মীদের দেখাশুনার কাজে সর্বদা ব্যস্ত থাকতে।



সদা হাসিমাখা মুখের সেই ভাইটি আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি আজ কিছু হায়েনারুপী পুলিশের তথাকথিত বন্দুক যুদ্ধের বলি।

এর শেষ কোথায় ?

আজ আমার ভাই !! কাল আপনার তারপরে ...

এভাবেই কি চলবে...

সবশেষে প্রিয় ভাইটির জন্য সবার কাছে দোয়া কামনা করছি। আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন, আমিন...

বিষয়: বিবিধ

১৫১৩ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226575
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
সন্ধাতারা লিখেছেন : আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন, আমিন...ছুমমা আমিন
২৬ মে ২০১৪ রাত ০৮:২৭
173551
দিগন্তে হাওয়া লিখেছেন : আমিন.
226602
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
এখলাস মাহেমাদ িসকদার লিখেছেন : বাল সরকারে পুলিশ বাহিনীরা মরণ কামড় শুরু করেছে। আমাদেরকে ধয়্য ধরতে হবে আর বুঝতে হবে মজলুমের জয় সন্নিকটে
২৬ মে ২০১৪ রাত ০৮:২৯
173554
দিগন্তে হাওয়া লিখেছেন : ইনশাআল্লাহ।
226640
২৬ মে ২০১৪ রাত ০৮:১৭
পুস্পিতা লিখেছেন : এসব অনাচারের জবাব শেখ হাসিনার কাছ থেকে জনগণ একদিন আদায় করবে, খুবই কঠিন ভাবে আদায় করবে।
২৬ মে ২০১৪ রাত ০৮:৩২
173555
দিগন্তে হাওয়া লিখেছেন : ইনশাআল্লাহ, তাই যেন হয়।
226642
২৬ মে ২০১৪ রাত ০৮:১৮
ভিশু লিখেছেন : জননিরাপত্তা আজ কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে! কেউ খুন-গুম হলে মানুষের পুলিশের স্মরণাপন্ন কথা! আর আজ একজন শিক্ষিত বয়স্ককে আরেকজনকে বলতে শুনলাম, বেশি কথা কইলে পুলিশ-র‍্যাব দিয়া গুম কইরা দিমু! এটিই হলো চরম সন্ত্রাসী, বাংলাদেশের জন্য বিষাক্ত অভিশাপ আওয়ামী লীগের দুঃশাষণের আসল চিত্র!
২৬ মে ২০১৪ রাত ০৮:৫৬
173576
দিগন্তে হাওয়া লিখেছেন : আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।
226660
২৬ মে ২০১৪ রাত ০৮:৩৭
কাজি সাকিব লিখেছেন : জুলুমের পরিণতি কোনদিনই শুভ হয় না,দোয়া করি আওয়ামী হায়েনাদের পরিণতি যেন অতি তাড়াতাড়ি আসে!
২৬ মে ২০১৪ রাত ০৯:৫৫
173607
দিগন্তে হাওয়া লিখেছেন : আমিন.
226670
২৬ মে ২০১৪ রাত ০৯:১৭
বুঝিনা লিখেছেন : প্রিয় ভাইটির জন্য সবার কাছে দোয়া কামনা করছি। আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন, আমিন...
Praying Praying Praying
২৬ মে ২০১৪ রাত ১০:০৬
173611
দিগন্তে হাওয়া লিখেছেন : আমিন.
226700
২৬ মে ২০১৪ রাত ০৯:৪৮
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে দেশের এই মেধাবী সন্তানদের এভাবে শেষ করে ফেলার কি সার্থকতা থাকতে পারে বুঝতে পারি না ।
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১১
173960
দিগন্তে হাওয়া লিখেছেন : জাতিকে মেধা শুন্য করার পাইতারা ছাড়া আর কি !!
226759
২৬ মে ২০১৪ রাত ১১:৪৭
স্বপন২ লিখেছেন : হাসিনা আগ থেকেই পুলিশকে নির্দেশ দিয়ে রেখেছে।
জামাত শিবির ধরতে পারলে পঙ্গু করে দেওয়া বা
ক্রস ফায়ারে দেওয়া। বাংলাদেশে ইসলামী আন্দোলনকে
ধংস করে দেওয়া। এটা শুধু হাসিনা নয় ইন্ডিয়ারও
প্লান ছিল।
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১২
173961
দিগন্তে হাওয়া লিখেছেন : এটা শুধু হাসিনা নয় ইন্ডিয়ারও
প্লান ছিল।
226822
২৭ মে ২০১৪ রাত ০৩:৩১
সবুজেরসিড়ি লিখেছেন : জালিম সবসমই দূর্বল তারা ভয় পায় এই বুঝি তাদের শাস্তি শুরু হয় , তাই সেই ভয় থেকে সাধারণ মানুষ দেখলেও শত্রু মনে করে তাই তারা তার উপড় আমানবিক হামলা চালায় . . .
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
173973
দিগন্তে হাওয়া লিখেছেন : Good Luck Good Luck
১০
226878
২৭ মে ২০১৪ সকাল ০৯:১৩
egypt12 লিখেছেন : এদেশে মানব অধিকার নেই আছে আওয়ামি অধিকার... Rose
২৭ মে ২০১৪ রাত ০৯:০৮
174022
দিগন্তে হাওয়া লিখেছেন : Good Luck
১১
226899
২৭ মে ২০১৪ সকাল ১১:১৪
ইয়াফি লিখেছেন : আল্লাহ তুমিই একমাত্র রক্ষাকর্তা। এদেশের নীপিড়িত, মজলুম মানুষদের রক্ষা করুন।
২৮ মে ২০১৪ রাত ১১:৪৭
174513
দিগন্তে হাওয়া লিখেছেন : আমিন
১২
227059
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সকল মজলুমের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ তাদের রক্ষা করুন
২৮ মে ২০১৪ রাত ১১:৫০
174516
দিগন্তে হাওয়া লিখেছেন : আমিন।
১৩
248929
২৮ জুলাই ২০১৪ রাত ০১:১৩
বুড়া মিয়া লিখেছেন : ব্যাপারগুলো অত্যন্ত পীড়াদায়ক ...
উনার সুস্থতার জন্য দোয়া রইলো ...
৩০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
193892
দিগন্তে হাওয়া লিখেছেন : Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File